X
বুধবার, ০৯ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা সবার দায়িত্ব: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ১৭:৫০আপডেট : ২৪ জুন ২০২৫, ১৭:৫০

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে ভালো রাখা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দেশের সব বাহিনীর প্রধানরা নিশ্চিত করেছেন, নির্বাচনের সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা, কিংবা রাখাটা কিন্তু শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করেন, তাদের ওপরও এটা নির্ভর করে।

মঙ্গলবার (২৪ জুন) বিকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দশম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা, জুলাই হত্যাকাণ্ডের মামলার রেকর্ড, তদন্ত ও অগ্রগতি নিয়ে আলোচনা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি সংঘবদ্ধ দুস্কৃতকারীদের কর্মকাণ্ড রোধে ব্যবস্থা নেওয়া, দেশে অস্থিরতা সৃষ্টিকারী বা উসকানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, সীমান্ত ও পার্বর্ত্যাঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, শীর্ষ সন্ত্রাসীদের জামিন ও পরবর্তী সন্ত্রাসী কার্যক্রম, জঙ্গি প্রতিরোধ, নির্মূল, নিয়ন্ত্রণ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর অপতৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ, গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা, গার্মেন্টস, ওষুধ, শিল্প কারখানায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আলোচনা, অস্ত্র জমা, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা, রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সভায় আলোচনা হয়েছে।

আগের মতো যাতে দিনের ভোট রাতে না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এটা শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবারও ওপরে নির্ভর করে। সবারিই দায়িত্ব আছে পরিবেশ ভালো রাখার। সর্বোপরি এটা নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে। তখন কিন্তু সব বাহিনী তাদের নিয়ন্ত্রণে কাজ করে। তারা একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দেবেন, সেটাই সবাই আশা করছি।

সাবেক সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেজন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেটার ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা ঘটিয়েছে তাদের একজনকে এরইমধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আরও যারা জড়িত, তাদের সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। এখানে পুলিশেরও যদি কারও কোনও অবহেলা কিংবা দুর্বলতা থাকে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ নিষ্ক্রিয় কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ নিষ্ক্রিয় না। তারা আগের চেয়ে মানবিক হয়েছে। আগে পুলিশ শুরুতেই পেটাতো। সেজন্য মনে হতো তারা অ্যাক্টিভ। আর এখন আলোচনা করে সমাধান করতে যায় বলে আপনাদের কাছে পুলিশকে নিষ্ক্রিয় মনে হয়। পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। গতকালও (সোমবার) একটা ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন করেছি। সেখানেও দেখেছি, তাদের মনোবল আগের চেয়ে অনেক বেড়েছে।

আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সোমবার (২৪ জুন) তাদের  (আওয়ামী লগের) প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। তারা বড় কিছু করতে পারেনি। ঢাকাতে তো কিছুই করতে পারেনি। আজকাল তো ভিডিও’র মাধ্যমে ছোট জিনিসও অনেক বড় করে দেখানো যায়। বরং তারা দিন দিন একেবারেই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।

মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না কেন জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের চেয়ে অনেক কমিয়ে আনা হয়েছে।

 

/জেইউ/ এপিএইচ/
সম্পর্কিত
সারা দেশে গ্রেফতার আরও ১৬০৭
গৃহকর্মী পিংকিসহ চার গণমাধ্যমের বিরুদ্ধে পরীমণির মামলা খারিজ
সুষ্ঠু নির্বাচন দিয়ে মানুষের শ্রদ্ধা পুনরুদ্ধারের এটাই সময়: সিইসি
সর্বশেষ খবর
কারা হেফাজতে ব্রিটিশ বাংলাদেশির মৃত্যুর অভিযোগ, কমিউনি‌টিতে উদ্বেগ‌
কারা হেফাজতে ব্রিটিশ বাংলাদেশির মৃত্যুর অভিযোগ, কমিউনি‌টিতে উদ্বেগ‌
স্বাস্থ্যসেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও রোগীকেন্দ্রিক করার পরামর্শ
স্বাস্থ্যসেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও রোগীকেন্দ্রিক করার পরামর্শ
শাহজালালে এপিবিএনের হাতে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই চোরাকারবারি গ্রেফতার
শাহজালালে এপিবিএনের হাতে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই চোরাকারবারি গ্রেফতার
যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্কের মুখে বাংলাদেশি পণ্য, রফতানিতে ধসের আশঙ্কা
যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্কের মুখে বাংলাদেশি পণ্য, রফতানিতে ধসের আশঙ্কা
সর্বাধিক পঠিত
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
ভেঙে ফেলা হচ্ছে ‘বিজয় চত্বর’, হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
ভেঙে ফেলা হচ্ছে ‘বিজয় চত্বর’, হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
ফারজানা রুপা ও শাকিলকে গ্রেফতারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিয়েছে সরকার
ফারজানা রুপা ও শাকিলকে গ্রেফতারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিয়েছে সরকার
মিয়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি
মিয়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি