X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ফেসবুকে ছবি-ভিডিও পাঠিয়ে নারীদের উত্ত্যক্ত, অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২২, ০২:২৭আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০২:২৭

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে বশির উদ্দিন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে ওই এলাকার একাধিক নারীকে ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল ছবি-ভিডিও পাঠিয়ে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এ নিয়ে পাঁচ দিন আগে ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে উলিপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

ভুক্তভোগীরা বলছেন, থানায় অভিযোগ দেওয়ার পর তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা।

আইনজীবীরা বলছেন, লিখিত অভিযোগ পাওয়ার পরও মামলা রেকর্ড না হওয়া আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অথচ পুলিশের কাছে পেশকৃত সব মামলা প্রথম দৃষ্টিতে মিথ্যা বা সত্য, গুরুতর কিংবা সাধারণ দণ্ডবিধির অধীনে শাস্তিযোগ্য, যাই হোক না কেন তার এফআইআর গ্রহণ করার বিধান রয়েছে। মামলা রেকর্ড না হওয়ায় পুলিশ রেগুলেশন্স ভঙ্গ হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বশির দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডল পাড়া গ্রামের ছামছুল হকের ছেলে। গত তিন-চার মাস আগে স্থানীয় এক নারীর ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল ছবি-ভিডিও পাঠান বশির। বিষয়টি বশিরের পরিবারকে জানিয়ে কোনও সমাধান না পেয়ে তাকে ফেসবুকে ব্লক করে দেন। পরে বশির নামে-বেনামের আইডি থেকে ওই নারীকে উত্ত্যক্ত করতে থাকেন। এর মধ্যে ওই নারীর ভাতিজিকে একইভাবে উত্ত্যক্ত করেন। তাকে এসব থেকে বিরত থাকার কথা বললে উল্টো ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দেন। বাধ্য হয়ে গত ২৯ সেপ্টেম্বর উলিপুর থানায় লিখিত অভিযোগ করেন তারা। কিন্তু অভিযোগ দেওয়ার পাঁচ দিন হয়ে গেলেও বিষয়টি নিয়ে কোনও আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ।

ভুক্তভোগী এক গৃহবধূ বলেন, ‘মেসেঞ্জারে বিভিন্ন সময় অশ্লীল ছবি-ভিডিও পাঠিয়ে আমাকে কুপ্রস্তাব দেয় বশির। তার পরিবারকে বললেও কোনও কাজ হয়নি। পরে বশিরের আইডি ব্লক করি। এরপর অন্য আইডি খুলে আমাকে বিরক্ত করতে থাকে। কয়েকদিন ধরে আমার ভাতিজিকেও একইভাবে বিরক্ত করছে। আমরা পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করলেও কোনও প্রতিকার পাচ্ছি না।’

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই পরিবারের এক সদস্য। থানায় অভিযোগ দেওয়ার পরও কোনও প্রতিকার পাচ্ছেন না জানিয়ে অভিযোগকারী বলেন, ‘পরিবারের পক্ষ থেকে আমি লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ এখনও মামলা নেয়নি, কোনও ব্যবস্থাও নেয়নি। আমরা তাহলে কার কাছে যাবো। ’

তিনি আরও বলেন, ‘বশিরের ভাবি পুলিশে চাকরি করেন। তিনি প্রভাব খাটিয়ে বিষয়টি ঝুলিয়ে রেখেছেন বলে মনে হচ্ছে। আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বশির।’

অভিযোগের বিষয়ে জানতে বশির উদ্দিনকে ফোন দিলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন। এরপর একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর উলিপুর থানার ওসির দায়িত্বে ছিলেন ওই থানার ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমিন। তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবো।’

লিখিত অভিযোগ পাওয়ার পরও মামলা রেকর্ড না করায় আইনের লঙ্ঘন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘অভিযোগটিতে ভুক্তভোগী পরিবার সম্মানহানির অভিযোগ করেছে। এজন্য আমরা তদন্ত করে জিডি করার সিদ্ধান্ত নিয়েছি।’

অভিযোগ পাওয়ার পাঁচ দিনেও জিডি নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ইন্সপেক্টর রুহুল আমিন বলেন, ‘এখনও নেওয়া হয়নি। তদন্ত করে জিডি নেবো।’

লিখিত অভিযোগ পাওয়ার পরও মামলা রেকর্ড না করা আইনের লঙ্ঘন জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, ‘মামলা না নেওয়া একটি ক্রিমিনাল অপরাধ। ১৮৬১ সালের পুলিশ আইনের ২৯ ধারা অনুযায়ী যার শাস্তি তিন মাসের কারাদণ্ড অথবা তিন মাসের বেতন জরিমানা অথবা উভয় দণ্ড।’

তদন্ত করে জিডি নেওয়ার বিষয়ে এই আইনজীবী বলেন, ‘সেক্ষেত্রেও আগে জিডি রেকর্ড করে তদন্ত করতে হবে।’

উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, ‘আমি রবিবার বিকালে এখানে যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।’

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল