X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

তিরোধান দিবসকে ঘিরে মহাত্মা লালনের আখড়ায় গ্রামীণ মেলা

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
১৭ অক্টোবর ২০২২, ১৫:৫৩আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৬:৫৮

মরমি কবি ও সাধক ফকির লালন সাঁইয়ের ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বসেছে ‘সাধুর হাট’। তিন দিনের এ আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু হবে সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে এ অনুষ্ঠান উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে থাকছে মহাত্মা লালনের কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভা এবং সংগীতানুষ্ঠান। এ ছাড়াও লালন মাজারের পাশেই কালী নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। গ্রামীণ মেলায় প্রায় দুই শতাধিক স্টলে রয়েছে বিভিন্ন রকম মিষ্টি, আচার, খেলনা, বাদ্যযন্ত্র ইত্যাদি।

খুলনার সাতক্ষীরা থেকে এসেছেন মিষ্টি বিক্রেতা স্বপন কুমার। তিনি বলেন, ‘আমার দোকানে বালিশ মিষ্টিসহ হরেক রকম মিষ্টি, মণ্ডা, জিলাপি রয়েছে।’

একই এলাকার আব্দুর রহমান নামে আরেক মিষ্টি বিক্রেতা বলেন, ‘গতকাল (রবিবার) দোকান দিয়েছি। এখনও সেভাবে বেচাবিক্রি শুরু হয়নি। আশা করছি, লোক সমাগম বাড়লে বিক্রি বাড়বে।’

এক মিষ্টি ক্রেতা বলেন, ‘এখানে বেশ কয়েকটি মিষ্টির দোকান দেখলাম। সেগুলো খেতেও অনেক সুস্বাদু।’

ঢাকা থেকে আসা আচার বিক্রেতা আব্দুল বারেক বলেন, ‘আমার দোকানে বিভিন্ন প্রকার আচার রয়েছে। এবারই প্রথম এই মেলায় দোকান নিয়ে এসেছি। ব্যবসা ভালো হলে আগামীতে আবারও আশার ইচ্ছে রয়েছে।’

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও বহু লালনভক্ত ও সাধু এসে জড়ো হয়েছেন সাঁইজির আখড়ায়।’

উল্লেখ্য, বাউল সংগীতের মাধ্যমে মানবতাবাদী দর্শনের প্রচারক ফকির লালন সাঁই বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক দেহত্যাগ করেন। এরপর থেকেই কুমারখালির ছেঁউড়িয়ায় কালিগঙ্গা নদীর তীরে পালিত হয়ে আসছে ‘লালন তিরোধান দিবস’। অনুষ্ঠানকে ঘিরে প্রতিবছর মহাত্মা লালনের আখড়া কুমারখালির ছেঁউড়িয়ায় সমাগম হয় হাজার হাজার মানুষের। এ উৎসবকে ঘিরে দেশ-বিদেশ থেকে দলে দলে মানুষ ছুটে আসেন সেখানে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইংলিশ লিগ থেকে ভিএআর বাতিলের জন্য ভোটাভুটি?
ইংলিশ লিগ থেকে ভিএআর বাতিলের জন্য ভোটাভুটি?
ওসি ও উপজেলা চেয়ারম্যানের নামে চাঁদাবাজির মামলা
ওসি ও উপজেলা চেয়ারম্যানের নামে চাঁদাবাজির মামলা
১০৮ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
১০৮ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
আদালতের সময় নষ্ট করায় সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলই থাকছে
আদালতের সময় নষ্ট করায় সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলই থাকছে
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
উদ্বিগ্ন হোয়াইট হাউজরণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ