X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মাদক ব্যবসায়ীরা আমাকে গুলি করতে গিয়েছিল: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১৯:১৭আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৯:২৫

নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে গিয়ে বাধার মুখে পড়ার বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমি প্রতি সপ্তাহে দুই দিন নির্বাচনি এলাকার ওসি ও ডিআই ওয়ানকে নিয়ে ভালো কাজ করার বিষয়ে কথা বলতাম। তারা রাত ১১-১২টার সময় বাসায় আসতেন। একটা দায়িত্ব হয়ে গিয়েছিল নারায়ণগঞ্জকে ভালো করার। আমি নিজে শীতের মধ্যে শাল পরে মাদক বন্ধে মাঠে নেমেছিলাম। তখন আমাকে মাদক ব্যবসায়ীরা গুলি করতেও গিয়েছিল। চিনতে পারেনি, যখন চাদর সরিয়েছিলাম তখন বুঝেছিল সেটা ছিলাম আমি শামীম ওসমান। আমার তিন থেকে চার দিন সময় লেগেছিল নারায়ণগঞ্জ শহরসহ আশপাশের এলাকার মাদক বন্ধ করে দিতে।’

শনিবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শামীম ওসমান এসব কথা বলেন।

মাদক কারবারিদের টার্গেটে পরিণত হওয়ার কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘তৎকালীন আইজিপি সাহেব আমাকে জরুরি ভিত্তিতে আমাকে বললেন, “আপনাকে মেরে ফেলবে।” আমি জিজ্ঞাসা করলাম, কেন? তিনি বললেন, “সারা দেশের সব মাদক ব্যবসায়ী এক হয়েছে, আপনাকে হিট করবে।” ’

মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মাদক যে খায় তাকে আমি ঘৃণা করি না, কিন্তু তার ওপরে কষ্ট লাগে। কিন্তু যে মাদক বিক্রি করে সে তো ইবলিশ শয়তানের একটা রূপ। কারণ যে পরিবার মাদক খায় সেই পরিবারটা দোজখ হয়ে যায়। ওই পরিবারে কোনও শান্তি থাকে না। তাই আমি পুলিশের কাছে হাত জোড় করে অনুরোধ করবো, আপনারা আমাদের নারায়ণগঞ্জটাকে বাঁচান।’

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমাদের বয়স হয়ে গেছে। আমি যদি ছিয়ানব্বই সালের এমপি শামীম ওসমান হতাম তবে আপনাদের এভাবে বলতাম না। কারণ  ১৯৯৬ সালে নারায়ণগঞ্জে “ফেনসিডিল ক্লাব” নামে ক্লাব হয়েছিল। ওই সময় নারায়ণগঞ্জ শহরে প্রায় ৩০ হাজার বোতল ফেনসিডিল বিক্রি হতো। তৎকালীন সময়কার এসপি ও ওসি যেভাবে আমাকে সাহায্য করেছিলেন, সেজন্য আমি তাদের জন্য দোয়া করি। তারা যখন নারায়ণগঞ্জে এসেছিলেন তারা বলেছেন, দুটি বিষয়ে তারা আপস করবেন না, একটা হলো ড্রাগস (মাদক) এবং দ্বিতীয়টি নিষিদ্ধপল্লি। এই নিষিদ্ধপল্লিতে ছয় হাজারের ওপরে মেয়ে ছিল, যাদের বয়স ১১ বছরের নিচে। সারা বাংলাদেশের ক্রাইম কন্ট্রোল করতো এই নারায়ণগঞ্জের নিষিদ্ধপল্লি। আমরা সেটিকে উচ্ছেদ করিনি, পুনর্বাসন করেছি। এই কাজ করতে গিয়ে অনেক বাধা এসেছিল। এই বাধার নাম শুনলে ভয় পাবেন আপনারা। দেশে-বিদেশের এমন কোনও সেক্টর নেই যারা এটার সঙ্গে জড়িত ছিল না। ওই কাজটি করে জীবনে একটা ভালো কাজ করতে পেরেছিলাম, যে কারণে বোমা হামলায় বেঁচে গেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা দোষ ধরতে খুব অভ্যস্ত, আমরা মানুষের ভালোর চেয়ে খারাপের দিকটা বেশি দেখি। এমন কোনও সেক্টর নেই যেখানে সবাই পারফেক্ট আছে। রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক, হুজুর, পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের মধ্যে সবাই পারফেক্ট না। সবাই যদি পারফেক্ট হতো তাহলে পৃথিবীতে এত অশান্তি থাকতো না। প্রত্যেক জিনিসের মধ্যে কিছু ভালো থাকবে, কিছু খারাপ থাকবে।’

সভায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীলসহ অনেকে।

/এমএএ/
সম্পর্কিত
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন