X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ঠান্ডাজনিত রোগে সাতক্ষীরায় ২ শতাধিক শিশু হাসপাতালে

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২২, ১০:১৩আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১০:১৩

সাতক্ষীরায় বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। জ্বর-সর্দি-কাশিসহ নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া শিশুদের সদর ও শিশু হাসপাতালে ভর্তি করা হচ্ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে রোগী বেড়েছে ৬-৭ গুণ বেশি। শিশু বিশেষজ্ঞদের অভিমত, ঠান্ডা থেকে শিশুদের সুরক্ষা দিলে সুরক্ষিত থাকবে তারা।

সাতক্ষীরা শিশু হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন এক থেকে দেড়শ’ শিশু আউটডোরে চিকিৎসা সেবা নিতে আসছে। ভর্তি রয়েছে ৪৮ জন শিশু। এ ছাড়া সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে ৪০ শিশু। আর সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে ভর্তি রয়েছে শতাধিক শিশু। এ তিন হাসপাতালে দুই শতাধিক শিশু ভর্তি রয়েছে। এ ছাড়া সদর হাসপাতাল ও সামেকে আউটডোরে চিকিৎসা নিচ্ছে প্রতিদিন ২ শতাধিক শিশু। গত সপ্তাহে এ সংখ্যা ছিল অর্ধেকেরও কম। আর তার আগের সপ্তাহে সাতক্ষীরা শিশু হাসপাতালে শিশু রোগী ভর্তি ছিল ১১ জন। সদর হাসপাতালে এ সংখ্যা ছিল ১০ জন। আর সামেক হাসপাতালে শিশু রোগ নিয়ে ভর্তি ছিল মাত্র ১৩ জন শিশু। শিশুরা বর্তমানে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, সাতক্ষীরায় শীত শুরু হয়েছে সপ্তাহ দুয়েক হলো। দিনের বেলা কিছুটা গরম থাকলেও রাতে পড়ছে বেশ শীত। আবহাওয়ার তারতম্যের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

পৌরসভার মুনজিতপুর এলাকার ইব্রাহিম খলিল বলেন, ‘আমার মেয়ের বয়স ছয় মাস। বেশ কয়েকদিন ধরে তার কাশি ও শ্বাসকষ্ট হচ্ছে। তাই তাকে শিশু হাসপাতালে ভর্তি করেছি।’

শহরের রাজার বাগান এলাকার রফিকুল ইসলাম বলেন, ‘আমার ছেলের ছয় মাস। হালকা ঠান্ডা পড়ার পর থেকে মেয়েটির জ্বর। প্রথমদিকে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়াচ্ছিলাম। আজকের সকালে তার খিচুনি হচ্ছিল। আমি আর দেরি না করে তাকে সামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেছি। চিকিৎসকরা বলছেন,সে নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছে।’

সদর উপজেলার আগরদাড়ি এলাকার আমিনুর রহমান বলেন, ‘আমার ছেলের বয়স চার। কয়েকদিন তার হাল্কা শ্বাসকষ্ট ছিল। গতকাল থেকে পাতলা পায়খানা হচ্ছে। তাই তাকে শিশু হাসপাতালে নিয়ে এসেছি।’

সাতক্ষীরা শিশু হাসপাতালের চিকিৎসক আবুল বাশার বলেন, ‘শিশুদের সর্দি-জ্বর এমনিতে কয়েক দিনের মধ্যে ভালো হয়ে যায়। তবে অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এ ছাড়া শিশুর যাতে কোনোভাবে শীতে ঠান্ডা না লাগে,সে বিষয়ে খেয়াল করতে হবে।’ পাশাপাশি বেশি পরিমাণে পানি এবং তরল খাবার খাওয়ানোর পরামর্শ দেন এই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ জানান, হাসপাতালে শিশুদের জন্য ৩০টি বেড রয়েছে। রোগীতে পরিপূর্ণ থাকছে বেডগুলো। সম্প্রতি অনেক রোগীকে মেঝেতে থাকতে হচ্ছে। এ ছাড়া আউটডোরে তো ব্যাপক চাপ। শীতকালে ধুলাবালির প্রকোপ বাড়ায় শিশুরা সহজেই শ্বাসতন্ত্রেও আক্রান্ত হচ্ছে। শুধু শিশুরা নয়, বয়স্ক ব্যক্তিরাও অধিক হারে আক্রান্ত হচ্ছেন।

পরিবেশ দূষণরোধে যেখানে-সেখানে কফ ও থুথু না ফেলার পরামর্শ দেন এ চিকিৎসা কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ
ডেঙ্গুতে আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে