X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ধান রোপণ করে জীবিত বাড়ি ফেরা হয়নি সলিমের

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ০৯:৪১আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৯:৪১

ব্রহ্মপুত্রের পূর্ব তীর থেকে পশ্চিমে জেগে ওঠা চরে সোমবার সকালে ধানের চারা রোপণ করতে গিয়েছিলেন কৃষক সলিম উদ্দিন (৪৫)। চারা রোপণ শেষে নৌকা না পেয়ে নিজেই নদ সাঁতরে বাড়ি ফিরছিলেন। কিন্তু খরস্রোতা ব্রহ্মপুত্র বাদ সাধে। কিছুদূর যেতেই নদের পানিতে ডুবে যান সলিম উদ্দিন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধারে জোর তৎপরতা শুরু করেন। খবর পেয়ে রাজিবপুর ফায়ার সার্ভিস ও জামালপুর থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয় স্থানীয়দের সঙ্গে। কয়েক ঘণ্টার চেষ্টায় উদ্ধারে ব্যবহৃত স্থানীয়দের হাজারি বড়শিতে (একগুচ্ছ বড়শি) সলিম উদ্দিনের দেহের উপস্থিতি মেলে। পরে ডুবুরিদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে সলিমুদ্দি আর জীবিত ছিলেন না। যে ব্রহ্মপুত্রের চরে নিজের জীবিকার রসদ জোগাতে গিয়েছিলেন সেই ব্রহ্মপুত্রেই তার জীবনের ইতি ঘটে।

সলিম উদ্দিন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার পশ্চিম রাজিবপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। নদীভাঙনের কারণে তিনি পার্শ্ববর্তী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঢাকাইয়া গ্রামে বসবাস করতেন। তবে তিনি রাজিবপুর উপজেলার ভোটার ছিলেন।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় সলিম উদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন রাজিবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. হানিফ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু তাদের স্টেশনে ডুবুরি না থাকায় তারা জামালপুরের ইউনিটের সহায়তা চান। পরে জামালপুর ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় সলিম উদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি রাজীবপুর উপজেলার শেষ সীমান্তে ঘটেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল