X
সোমবার, ২৭ মার্চ ২০২৩
১৩ চৈত্র ১৪২৯

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৩, ০৯:৫৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৯:৫৮

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ১০ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে শনিবার (০৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে রবিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৮ দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় প্রতিদিন রাত থেকে পরদিন দিন অর্ধেক বেলা পর্যন্ত ফেরি বন্ধ থাকে। বিশেষ করে মাঝ নদীতে ফেরি আটকে পড়ায় তীব্র শীত ও কুয়াশায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও যানবাহনের চালকদের।দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এই মৌসুমে ১৮ দিনে প্রায় ৯৪ ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ ছিল।

আজ সকাল ৭টায় দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশায় ফেরি বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় কয়েকশ’ ছোট-বড় যানবাহন। তাদের মধ্যে পণ্যবাহী ট্রাক বেশি। দীর্ঘক্ষণ ঘাটে অপেক্ষা করার চরম দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।

৭ নম্বর ফেরি ঘাটে আটকে পড়া সাতক্ষীরা পরিবহনের ঢাকাগামী যাত্রী মাহবুব হোসেন বলেন, ‘রাত ১টায় ঘাটে এসে বউ-বাচ্চা নিয়ে আটকা পড়েছি। শীতে সারারাত অনেক কষ্ট হয়েছে। জানি না কখন ফেরি ছাড়বে আর কখন ঢাকায় যাবো।’

পূর্বাশা পরিবহনের যাত্রী শারমিন সুলতানা বলেন, ‘আমি গার্মেন্টসে চাকরি করি। বৃহস্পতিবার ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলাম। রবিবার সকাল ৯টার মধ্যে জয়েন করার কথা। এখন সকাল ৮টা বাজে। ঘন কুয়াশার কারণে এখনও ফেরি ছাড়লো না। জানি না চাকরি থাকবে কিনা!’

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যান বলেন, ‘শনিবার সন্ধ্যা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত সাড়ে ১০ টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১০ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে প্রায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে যানবাহনের চাপ কমে আসবে। বর্তমান এই নৌপথে ছোট ছোট-বড় ১৩টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ভোক্তা অধিদফতরের ডিজি‘মুরগির দাম না কমালে সীমান্ত খুলে দেওয়ার সুপারিশ করবো’
১৯০ টাকা কেজিতে ব্রয়লার মুরগি দেবে চার প্রতিষ্ঠান
রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পণ্য মজুত নিয়ে আইজিপির নির্দেশনা
সর্বশেষ খবর
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্বশুর-জামাইয়ের মৃত্যু
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্বশুর-জামাইয়ের মৃত্যু
টেকনাফে অপহৃত তিন যুবক উদ্ধার, আটক ২
টেকনাফে অপহৃত তিন যুবক উদ্ধার, আটক ২
কাভার্ডভ্যানেই সিএনজি রিফুয়েলিং স্টেশন
কাভার্ডভ্যানেই সিএনজি রিফুয়েলিং স্টেশন
রমজানেই সৌদি-ইরান বৈঠক
রমজানেই সৌদি-ইরান বৈঠক
সর্বাধিক পঠিত
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী
হোটেল কক্ষে মডেলের ঝুলন্ত মরদেহ  
হোটেল কক্ষে মডেলের ঝুলন্ত মরদেহ