X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৩, ০৯:৫৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৯:৫৮

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ১০ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে শনিবার (০৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে রবিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৮ দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় প্রতিদিন রাত থেকে পরদিন দিন অর্ধেক বেলা পর্যন্ত ফেরি বন্ধ থাকে। বিশেষ করে মাঝ নদীতে ফেরি আটকে পড়ায় তীব্র শীত ও কুয়াশায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও যানবাহনের চালকদের।দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এই মৌসুমে ১৮ দিনে প্রায় ৯৪ ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ ছিল।

আজ সকাল ৭টায় দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশায় ফেরি বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় কয়েকশ’ ছোট-বড় যানবাহন। তাদের মধ্যে পণ্যবাহী ট্রাক বেশি। দীর্ঘক্ষণ ঘাটে অপেক্ষা করার চরম দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।

৭ নম্বর ফেরি ঘাটে আটকে পড়া সাতক্ষীরা পরিবহনের ঢাকাগামী যাত্রী মাহবুব হোসেন বলেন, ‘রাত ১টায় ঘাটে এসে বউ-বাচ্চা নিয়ে আটকা পড়েছি। শীতে সারারাত অনেক কষ্ট হয়েছে। জানি না কখন ফেরি ছাড়বে আর কখন ঢাকায় যাবো।’

পূর্বাশা পরিবহনের যাত্রী শারমিন সুলতানা বলেন, ‘আমি গার্মেন্টসে চাকরি করি। বৃহস্পতিবার ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলাম। রবিবার সকাল ৯টার মধ্যে জয়েন করার কথা। এখন সকাল ৮টা বাজে। ঘন কুয়াশার কারণে এখনও ফেরি ছাড়লো না। জানি না চাকরি থাকবে কিনা!’

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যান বলেন, ‘শনিবার সন্ধ্যা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত সাড়ে ১০ টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১০ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে প্রায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে যানবাহনের চাপ কমে আসবে। বর্তমান এই নৌপথে ছোট ছোট-বড় ১৩টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।’

/এসএইচ/
সম্পর্কিত
কাঁধে নিয়ে ওপরে তোলা হয় রোগী, একইভাবে নামানো হয় লাশ
ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া ঘাট পার হয়েছে যাত্রীরা
ঈদের ছুটির প্রথম দিনেই বাড়ি ফিরতে বাস টার্মিনালে উপচে পড়া ভিড়
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন