X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ মার্চ ২০২৩, ১৭:০৬আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৭:০৬

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ মিছিল করে হাসপাতালটি ভাঙচুর করেছেন রোগীর স্বজন ও এলাকাবাসী। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই গা-ঢাকা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মৃত রোগীর নাম ইশতিয়াক। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোগীর স্বজনরা জানান, নাকের পলিপাসজনিত সমস্যা নিয়ে শুক্রবার দুপুরে শহরের জেল রোডের আল-খলিল হাসপাতালে ভর্তি হন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে ইশতিয়াক আহমেদ। ওই হাসপাতালটিতে ঢাকা থেকে আসা স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. রাফিউল আলম ইশতিয়াকের নাকের অপারেশন করার কথা ছিল। কিন্তু ওই চিকিৎসকের বদলে অন্য চিকিৎসক দিয়ে রাতে ইশতিয়াকের নাকের অপারেশন করা হয়। এরপর অচেতন অবস্থা থেকে আর জ্ঞান ফেরেনি ইশতিয়াকের। ইশতিয়াকের মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে বিষয়টি জানাজানি হলে স্বজনসহ এলাকাবাসীর মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত স্বজনরা বিক্ষোভসহ হাসপাতালটি ভাঙচুর করেন।

স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, ভুল চিকিৎসায় ইশতিয়াকের মৃত্যু হয়। এ ঘটনায় তারা হাসপাতাল কর্তৃপক্ষসহ ঘটনায় জড়িত চিকিৎসকদের বিচার দাবি করেন।

ইশতিয়াকের বন্ধু শরীফ উদ্দিন ফাহাদ বলেন, ‘প্রতি শুক্রবারে ঢাকা থেকে নাক কান গলা বিশেষজ্ঞ ডা. মো রাফিউল আলম আল খলিল হাসপাতালে আসেন। গত শুক্রবার আমার বন্ধু তাকে দেখানোর পর অপারেশনের কথা বলেন তিনি। সেজন্য গতকাল সকালে সে হাসপাতালে ভর্তি হয়েছিল। রাতে তার অপারেশন করা হয়। কিন্তু অপারেশন করার পর তার আর জ্ঞান ফেরেনি। পরে এখানে এসে জানতে পারি, গতকাল ডা. রাফিউল আলম এই হাসপাতালের আসেননি। আমাদের ধারণা, এই ডাক্তারের নাম করে হাসপাতালের অন্য কেউ আমার বন্ধুর অপারেশন করেছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’

মৃতের চাচা শামসুল ইসলাম বলেন, ‘আমরা যখন জানতে পারি, তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তখন আমরা আল খলিল হাসপাতালে এসে কথা বলে ডাক্তারের ফোন নম্বর সংগ্রহ করি। ডাক্তারকে ফোন দিলে তিনি জানান, গতকাল তিনি ব্রাহ্মণবাড়িয়াতে আসেননি। তাহলে কোন ডাক্তার আমার ভাতিজার অপারেশন করেছেন আমরা সেটা জানতে চাই। হাসপাতালে চিকিৎসার নামে তারা ব্যবসা খুলে বসেছে। কোনও নিয়ম-নীতি নেই। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

মৃত যুবক ইশতিয়াকের এলাকা বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান শফিক বলেন, ‘এখানে এসে খোঁজখবর নিয়ে জানতে পারি, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে। পরে উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর শুরু করে। আমরা এসে তাদের শান্ত করেছি। আমরা এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

এ দিকে, ঘটনাস্থলে থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘রোগীর স্বজনদের দাবি, হাসপাতালের অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে। আমরা এই ঘটনার তদন্ত করছি। অভিযোগ সাপেক্ষে এবং লাশের ময়নাতদন্ত শেষে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
গরমে বাড়ছে নানা রোগ, চাপে আছে হাসপাতালগুলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা