X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামির পলায়ন

মাদারীপুর প্রতিনিধি
০১ জুলাই ২০২৩, ২৩:২৫আপডেট : ০১ জুলাই ২০২৩, ২৩:৩০

মাদারীপুরের ডাসারে পুলিশের হাতে গ্রেফতার হওয়া মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে থানায় নেওয়ার পথে ডাসার উপজেলার বয়াতিবাড়ি এলাকা থেকে ওই আসামি পালিয়ে যায়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই পুলিশ তার সন্ধানে অভিযানে নেমেছে।

পালিয়ে যাওয়া আসামির নাম খোকন মুনশি (৩২)। সে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইচপাড়া এলাকার মোতালেব মুনশির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি খোকন দীর্ঘদিন ধরে পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডাসার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুশীল চন্দ্র একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে তাকে ধরতে অভিযানে নামেন। আসামিকে গ্রেফতারের পর হাতকড়া পরিয়ে সুশীল তার মোটরসাইকেলে তোলেন। আসামিকে মাঝে বসিয়ে পেছনে বসেন ওই কনস্টেবল। প্রায় এক কিলোমিটার আসার পর বয়াতিবাড়ি এলাকায় আসামি মোটরসাইকেল থেকে হাতকড়া পরা অবস্থায় লাফ দেয়। পরে একটি পরিত্যক্ত ইটভাটার মধ্যে দিয়ে দৌড়ে পালিয়ে যায় সে।

আতিকুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে পুলিশের মোটরসাইকেলটি ধীরগতিতে চলছিল। এই সুযোগে ওই আসামি মোটরসাইকেল থেকে লাফ দিয়ে এক দৌড়ে পরিত্যক্ত ইটভাটার মধ্যে দিয়ে পালিয়ে যায়। তা ছাড়া যখন লাফ দেয় তখন রাস্তা খালি ছিল। এ কারণে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পালিয়ে যেতে কোনও অসুবিধা হয়নি।’

জানতে চাইলে ডাসার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুশীল চন্দ্র ঘটনা অস্বীকার করে বলেন, ‘স্থানীয় একটি ফোন কলে ওই এলাকায় একজন অপরিচিতি লোক ঘোরাঘুরি করছে শুনে আমি যাই। আমি সেখানে গেলে আমার উপস্থিতি টের টেয়ে ওই লোক দৌড়ে পালিয়ে যায়। তখন এলাকার লোক “ধর ধর” বলা শুরু করে। হাতকড়া নিয়ে কেউ পালিয়ে যায়নি। তা ছাড়া সে ওয়ারেন্টভুক্ত নয়।’

এদিকে, হাতকড়া নিয়ে মাদক মামলার আসামির পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান এবং ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান।

ওসি হাসানুজ্জামান ফোনে বলেন, ‘পালিয়ে যাওয়া ওই আসামির বাড়িতে আমরা অবস্থান করছি। তার সম্পর্কে বিস্তারিত তথ্য নিচ্ছি। তাকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এর থেকে বেশি কিছু বলা যাবে না।’

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান  বলেন, ‘মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে গেছে। কীভাবে পালিয়ে গেছে, তা তদন্ত করে দেখা হবে। এ নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যের কোনও অবহেলা থাকলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী