ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ হোসেন (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় তার মৃত্যু হয়।
মৃত আরিফ ময়মনসিংহ সদরের আকুয়ার বাচ্চু মিয়ার ছেলে।
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার ফরহাদ হোসেন হীরা জানান, আরিফ হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১২ জুলাই হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হয়ে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে ৭২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে রয়েছেন পুরুষ ৫৭ জন, নারী ১১ এবং শিশু চার জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।