X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দুবাইয়ের সড়কে প্রাণ গেলো বাংলাদেশি যুবকের

নোয়াখালী প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৩, ২২:১৪আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ২২:১৪

কাজ শেষে বাসায় ফেরার পথে দুবাইয়ের আজমান শহরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইসরাফিল (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়ি নোয়াখালীতে চলছে আহাজারি।

বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ইসরাফিলের আত্মীয় সোলাইমান বাদশা বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার সকালে বিদেশ থেকে ইসরাফিলের এক সহকর্মী তার মৃত্যুর বিষয়টি গ্রামের বাড়িতে পরিবারের লোকজনকে জানিয়েছেন।

নিহত ইসরাফিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের মৃত আবুল বাসারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ৮ বছর আগে দুবাইতে পাড়ি জমান ইসরাফিল। গত বছর দেশে ফিরে এসে বিয়ে করেন। বিয়ের পর ছুটি শেষে ফের দুবাইতে চলে যান। ওখানে নির্দিষ্ট কোনও কাজ না থাকায় যেখানে কাজ পেতেন সেখানে গিয়ে কাজ করতেন। স্থানীয় সময় সোমবার সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন ইসরাফিল। মঙ্গলবার রাত পর্যন্ত বাসায় না ফেরায় বন্ধুরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে রাতে স্থানীয় একটি হাসপাতাল থেকে এক সহকর্মীকে কল দিয়ে জানানো হয় গাড়িচাপায় ইসরাফিল নিহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে রেখে যান। বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালে রয়েছে।

চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. ইমাম হোসেন বলেন, ‘ইসরাফিল খুবই ভালো মানুষ ছিল। তার মৃতদেহ দেশে আনার জন্য সরকারের সহায়তা কামনা করছি।’

নোয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু ছালেক বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে বৈধ কাগজপত্রসহ আমাদের কাছে আবেদন করা হলে মরদেহ বিনা খরচে দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা করবো।’

/এমএএ/
সম্পর্কিত
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
সর্বশেষ খবর
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ