X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

স্ত্রীর মর্যাদা চেয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৩, ২৩:৩৭আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২৩:৩৭

টাঙ্গাইলের সখিপুর শহর ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল খান ফাহাদের বিরুদ্ধে বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ার অভিযোগ করেছেন অন্তঃসত্ত্বা এক নারী। এ বিষয়ে ওই নারী সখিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে স্ত্রীর অধিকার আদায়ের দাবিতে জনপ্রতিনিধি ও পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

অভিযুক্ত সোহেল খান ফাহাদ সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বাসিন্দা হুমায়ন খানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে একটি বেসরকারি ক্লিনিকে নার্সের চাকরি করতেন ওই নারী। ফাহাদ সে সময় তার এক আত্মীয়কে সিজারিয়ান করাতে ওই ক্লিনিকে যান। সেখান থেকে ফাহাদের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ের তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২১ সালের ১১ জানুয়ারি তারা আদালতের মাধ্যমে বিয়ে করেন। ফাহাদ তাকে সরকারি চাকরি দেওয়ার কথা বলে বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করেন। বিয়ের পর তারা মির্জাপুরের গোড়াই ও হাটুভাঙ্গা এলাকায় খবির উদ্দিন ও আলম সিকদার নামে দুই ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন। ফাহাদ পরিবার পরিকল্পনা বিভাগে অস্থায়ীভাবে চাকরি করতেন। দুই মাস আগে তারা খবির উদ্দিনের বাসা ছেড়ে দেন। পরে ওই নারী তার বাবার বাড়িতে আশ্রয় নেন। ইতোমধ্যে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি ফাহাদের মাকে জানালে তিনি গর্ভপাত করাতে বলেন। কিন্তু সন্তান নষ্ট না করায় ফাহাদের মা বিষয়টি মেনে নেননি। পরবর্তী সময়ে ফাহাদও যোগাযোগ বন্ধ করে দেন। শনিবার (২৬ আগস্ট) ফাহাদের বাড়িতে গেলে ওই নারীকে বেধড়ক মারধর করেন ফাহাদের মা ও পরিবারের সদস্যরা। পরে তিনি সখীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ছাড়াও বিষয়টি বিভিন্ন জনপ্রতিনিধিকে অবহিত করেন তিনি। 

ওই নারী বলেন, ‘আদালতে বিয়ের সময় ফাহাদ তার নাম পুরোপুরি লেখেনি। এ ছাড়াও তার বাবার নাম ভুল দিয়েছিল। পরবর্তী সময়ে কাগজটি ঠিক করলেও সে আর আমার কাছে জমা দেয়নি। আমি বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। আমি আমার সন্তান ও স্ত্রীর মর্যাদার দাবিতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। ফাহাদ আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। আমি তার স্ত্রীর মর্যাদা এবং সন্তানের অধিকার চাই। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য নানাভাবে টালবাহানা শুরু করেছে ফাহাদ।’

হাটুভাঙা এলাকার তাদের ভাড়াবাসার মালিক খবির উদ্দিন বলেন, ‘তারা প্রায় পাঁচ মাস আমার বাসায় ভাড়া ছিল। দুই মাস আগে তারা চলে যান। তারপর থেকে তাদের সঙ্গে আমার আর কোনও যোগাযোগ নেই।’

অভিযুক্ত সখিপুর শহর ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল খান ফাহাদ বলেন, ‘আমার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’

উপজেলার বড়চওনা ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মোহাম্মদ লিটন বলেন, ‘শুনেছি মেয়েটি অন্তঃসত্ত্বা। তিনি এখন বিভিন্ন ব্যক্তির দ্বারে দ্বারে ঘুরছেন। মেয়েটিকে স্ত্রীর মর্যাদা দেওয়া প্রয়োজন।’

সখিপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, ‘মেয়েটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর থেকে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে কাবিননামা পাওয়া গেছে। এখন যাচাই-বাছাই করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
যাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন দিয়ে চলছে ৯ জেলার হাসপাতালযাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে