কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত থেকে আনা ভুট্টার বস্তা থেকে ৪২০ কেজি জিরা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে স্থলবন্দরে এসব জিরা জব্দ করা হয়। একই সঙ্গে এসব পণ্য বহনকারী ভারতীয় ট্রাকও জব্দ করা হয়েছে।
বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) রূহুল আমিন এবং রাজস্ব কর্মকর্তা (আরও) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস ও স্থলবন্দর সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর ভারত থেকে ট্রাকে করে ২০ টন ভুট্টার চালান আসে। মঙ্গলবার দুপুরে সেগুলো আনলোড করা হচ্ছিল। ভুট্টার বস্তার ভেতর জিরা আছে, এমন তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা ভুট্টার বস্তায় তল্লাশি চালিয়ে একশটি বস্তার ভেতর চারটি করে প্যাকেটে থাকা ৪২০ কেজি জিরা জব্দ করেন।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, এই ভুট্টার আমদানিকারক দিনাজপুরের মিম এন্টারপ্রাইজ এবং রফতানিকারক ভারতের শর্মা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান। এলসির ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এইচএল ট্রেডিং। সিঅ্যান্ডএফ এজেন্টের নাম হুমায়ুন।
স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘আমদানিকারক ১০০ টন ভুট্টা আমদানির এলসি করেছিলেন। এর মধ্যে আজ ২০ টন ভুট্টা এসেছিল। এসব ভুট্টার বস্তায় করে ঘোষণা ছাড়াই অবৈধভাবে ৪২০ কেজি জিরা আনা হয়েছে। জিরাসহ ভারতীয় ট্রাক আটক রাখা হয়েছে। এ বিষয়ে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্টে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।'