গাজীপুরের কালিয়াকৈরে টানা বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সফিপুরের (রতনপুর) এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন– কালিয়াকৈর উপজেলার রতনপুর (নলিপাড়া) গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬০) এবং তার স্ত্রী আছিয়া বেগম (৫০)।
নিহত এমারত শফিপুর বাজারে চালের ব্যবসা করতেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার মধ্যরাতে এমারত হোসেনের মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। এতে তিনি ও তার স্ত্রী চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। বাড়িতে আরও একটি সেমিপাকা টিনশেড ঘর ছিল। ওই ঘরে তার ছেলে পরিবার নিয়ে বসবাস করে। বৃহস্পতিবার মধ্যরাতে শব্দ পেয়ে নিহতের ছেলের ঘুম ভাঙে। বাড়িতে চোর এসেছে সন্দেহ হলে সে গোয়াল ঘর দেখে আবার ঘুমিতে যায়। সকাল ৮টার দিকে ঘুম থেকে ওঠে দেখে তার বাবা-মার মাটির ঘরের পেছনে অংশ ধসে পড়েছে। আশপাশের লোকজনের সহায়তায় মাটির দেয়ালের নিচে চাপাপড়া অবস্থায় তার বাবা-মার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার টানা বর্ষণের কারণে ওই মাটির ঘরের দেয়াল নরম হয়ে ধসে পড়ে।