X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

খানজাহান আলী (রহ.) মাজারের কুমিরকে হত্যার অভিযোগ

মোংলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৩, ১০:৪২আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১০:৪৪

বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘির মিঠাপানি প্রজাতির একটি কুমির মারা গেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় দিঘির দক্ষিণ-পশ্চিম কোণে মাজার শরিফের খাদেম মোস্ত ফকিরের পুকুরে মাদ্রাজি পুরুষ কুমিরটি মরে ফুলে ভেসে ওঠে। মাজার দিঘিতে থাকা দুটি কুমিরের একটি মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে জড়ো হন।

মিঠাপানি প্রজাতির একটি কুমির প্রায় দেড়শ’ বছর বেঁচে থাকলেও এই কুমিরটির বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। দিঘির কুমিরকে হত্যা করা হয়েছে, মাজার শরিফের প্রধান খাদেমের এমন অভিযোগের পর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের তত্ত্বাবধানে কুমিরটির মরদেহ ময়নাতদন্ত করতে দিঘি থেকে তীরে তোলা হয়েছে।

খানজাহান (রহ.) মাজার শরিফের প্রধান খাদেম শের আলী ফকির বলছেন, ‘দর্শনার্থীদের কাছ থেকে টাকা আদায়ের জন্য ব্যক্তিগতভাবে লাভবান হতে খাদেম মোস্ত ফকির তার পুকুরে আটকে রেখে অধিক পরিমাণ ঘুমের অষুধ খাওয়ানোয় কুমিরটি মারা গেছে। এ ঘটনার পর গ্রেফতার এড়াতে ওই খাদেম পালিয়ে গেছে।’

১৪ শতকের প্রথম দিকে নিজের শাসনামলে হজরত খানজাহান আলী (রহ.) ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’ নামে দুটি কুমির নিজ হাতে এই দিঘিতে ছাড়েন বলে কথিত আছে। সাড়ে ছয়শ’ বছর পর ওই কুমিরের সর্বশেষ বংশধর ধলাপাহাড় ২০১৫ সালে ৫ ফেব্রুয়ারি মারা যায়। এরপর মাজারের ঐতিহ্য ধরে রাখতে ২০০১ সরকার ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ফার্ম থেকে সাতটি মিঠাপানি প্রজাতির কুমির এনে এই দিঘিতে ছাড়ে। এ নিয়ে ছয়টি মাদ্রাজি কুমির মারা গেলো। এখন পিলপিল নামে মাত্র একটি স্ত্রী কুমির রইলো এই দিঘিতে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান জানান, খানজাহান (রহ.) মাজার দিঘির কুমির আটকে রেখে অধিক পরিমাণ ঘুমের অষুধ খাইয়ে মেরে ফেলা হয়েছে, মাজার শরিফের প্রধান খাদেম শের আলী ফকির এমন অভিযোগ করেন। এর পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নির্দেশে কুমিরটির মরদেহের ময়নাতদন্ত করতে দিঘি থেকে তীরে তোলা হয়েছে। এ ঘটনার পর যার পুকুরে কুমিরটি মরে ফুলে ভেসে ওঠে সেই খাদেম মোস্ত ফকির পালিয়ে গেছে। তাকে খোঁজা হচ্ছে।’

মারা যাওয়া কুমিরটির ময়নাতদন্তের প্রধান ও খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান জানান, কুমিরটি দু’বছর আগে কিছুটা অসুস্থ হলে চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হয়েছিল।  মিঠাপানি প্রজাতির একটি কুমির প্রায় দেড়শ বছর বেঁচে ধাকলেও এই কুমিরটি বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। ধারণা করা হচ্ছে, তিন দিন আগে কুমিরটি মারা গিয়ে ফুলে ভেসে ওঠে। ময়নাতদন্ত রিপোর্টের পরই কুমিরটির মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচন পেছানো নিয়ে জামায়াত কিছু বলেনি: সেক্রেটারি
নির্বাচন পেছানো নিয়ে জামায়াত কিছু বলেনি: সেক্রেটারি
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপরে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপরে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা
সানস্ক্রিন ব্যবহারের এই নিয়মগুলো জানতেন?
সানস্ক্রিন ব্যবহারের এই নিয়মগুলো জানতেন?
ছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৯
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনছয় মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৯
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ