বগুড়া শহরে তাসলিমা আকতার (২২) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, গৃহবধূ তাসলিমা আকতার ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। সিরাজুল শহরে ১নং রেল ঘুমটির পাশের হকার্স মার্কেটে কাপড়ের ব্যবসা করেন। তিনি ওই টিনশেড বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন। তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে ফিরে মোটরসাইকেলের হর্ন দিলেও তাসলিমা সাড়া দেননি। বাইরে থেকে গেটের লক খুলে বাড়িতে ঢুকে দেখেন বারান্দায় স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পাশে একটি হাতুড়ি পড়েছিল। বন্ধ ঘরের দরজা খুললে রশি দিয়ে বাঁধা তিন বছরের ছেলে কাজেম আলীকে কাঁদতে করতে দেখেন। ঘরের বিছানা ও সোফা অগোছালো ছিল। তাসলিমার মোবাইল ফোন পাওয়া যায়নি।
সিরাজুল ইসলাম জানান, তাদের কোনও শত্রু নেই। পরিচিত কেউ বাড়িতে ঢুকে তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
বগুড়া পৌরসভার কাউন্সিলর ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিন আল মেহেদী বলেন, ‘নিশিন্দারা মধ্যপাড়ায় বাড়িতে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, দুর্বৃত্তরা গৃহবধু তাসলিমা আকতারকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাতে হত্যা করেছে। তার শিশু সন্তানের মাথাতেও আঘাত করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যারহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। পুলিশ দ্রুত জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হবে।