X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

দৌলতদিয়া-পাটুরিয়ায় ৬ কিমি ঘুরে চলছে ফেরি

রাজবাড়ী প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, ১৭:৫২আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৭:৫২

রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পানির গভীরতা কমে যাওয়ায় দুই সপ্তাহ ধরে ৬ কিলোমিটার ঘুরে ফেরি চলাচল করছে। এতে ফেরি পারাপারে সময় লাগছে বেশি। পাশাপাশি জ্বালানি খরচও বেড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ছোট-বড় ১৮টি ফেরি রয়েছে। অবরোধে যানবাহন তেমন না থাকায় দিনে রো রো (বড়) ফেরি চলাচল বন্ধ থাকছে। স্থানীয় এবং ব্যক্তিগত গাড়ি পারাপার হওয়ায় ইউটিলিটি (ছোট) ফেরি চালু রয়েছে। পানির গভীরতা কমে যাওয়ায় প্রায় দুই সপ্তাহ ধরে সরাসরি ফেরি চলাচল করতে পারছে না। প্রতিটি রো রো (বড়) ফেরি চলাচলের জন্য কমপক্ষে আট ফুট পানির গভীরতা থাকা দরকার। কিন্তু নদীতে পানি কমে এই নৌপথের বিভিন্ন পয়েন্টে নাব্য সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় পানির গভীরতা না থাকায় চলাচলকারী বড় ফেরিগুলো নির্দিষ্ট চ্যানেল ছেড়ে গোয়ালন্দ উপজেলার আংকের শেখেরপাড়া ঘুরে চলাচল করছে। মাত্র তিন কিলোমিটার নৌপথ পাড়ি দিতে ঘুরতে হচ্ছে অতিরিক্ত ৬ কিলোমিটার। এতে অতিরিক্ত ২০ মিনিটের মতো সময় বেশি লাগছে, জ্বালানি খরচ বেড়েছে।’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত রো রো (বড়) ফেরি কেরামত আলীর মাস্টার আশরাফুল ইসলাম বলেন, ‘যানবাহন তেমন একটা না থাকায় আমাদের মতো সব বড় ফেরিগুলোকে ঘাটে নোঙর করে বসে থাকতে হচ্ছে। রাতের বেলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে কিছু সবজি বা জরুরি পণ্যবাহী গাড়ি নদী পাড়ি দিতে আসায় বড় ফেরিগুলো চালানো হয়। এ ছাড়া দিনের বেশির ভাগ সময় ছোট ফেরিগুলো চালু রাখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দৌলতদিয়া থেকে পাটুরিয়া নৌপথের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। পানির গভীরতা কমে ডুবোচর জেগে ওঠায় সরাসরি ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাধ্য হয়ে প্রায় দ্বিগুণ পথ ঘুরে আমাদের প্রাকৃতিক চ্যানেল দিয়ে চলাচল করতে হচ্ছে। আগে পাটুরিয়া থেকে দৌলতদিয়া পৌঁছাতে লাগতো ৩৫ থেকে ৪০ মিনিট এবং দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় লাগতো ৩০ থেকে ৩৫ মিনিট। বর্তমানে উভয় দিকে অতিরিক্ত ১৫ থেকে ২০ মিনিট সময় বেশি লাগছে।’

এতে সময় বেশি লাগার সাথে সাথে জ্বালানি খরচও অনেক বেড়েছে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘বর্ষাকালে নদী ভরাট থাকায় পর্যাপ্ত পানি থাকে। ফেরি চলাচলে তেমন কোনও সমস্যা হয় না। স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে। এই শুষ্ক মৌসুমে প্রতিদিন পানি কমছে। এ ছাড়া এই নৌপথে ডুবোচর জেগে ওঠায় উপায় না পেয়ে দুই সপ্তাহ ধরে দীর্ঘপথ ঘুরে ফেরি চলাচল করছে। এই নৌপথে ছোট-বড় মিলে ১৮টি ফেরি থাকলেও প্রয়োজন অনুসারে ফেরি চালানো হচ্ছে।’

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আহমেদ আলী বলেন, ‘সাধারণত শীত মৌসুমে পানি দ্রুত কমতে থাকে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের পাটুরিয়া ঘাটের কাছাকাছি ডুবোচর জেগে উঠেছে। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত প্রায় ছয় কিলোমিটার পথ ঘুরে ফেরি চলাচল করছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া ঘাট পার হয়েছে যাত্রীরা
সরাসরি ফেরিতে উঠছে গরুবোঝাই ট্রাক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৪৬ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল