X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

জয়পুরহাট প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৩

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিজিবি ব্যাটালিয়ন সদর মাঠে এই মাদক ধ্বংস করা হয়।

বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে ২০১৯ সালের ১৬ নভেম্বর থেকে ২০২৩ সালের ২৭ নভেম্বর পর্যন্ত এই মাদক জব্দ করে। ধ্বংস করা মাদক ১৯ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার টাকা মূল্যে মাদক কারবারিরা বিক্রি করতো বলে ধারণা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন– বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার  শফিকুজ্জামান, দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল রাশেদ আসগর, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, জেলা প্রশাসক  সালেহীন তানভীর গাজী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গিয়াস উদ্দিন, বেসামরিক প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকরা।

এ অনুষ্ঠানে বিজিবির রিজিয়ন কমান্ডার বলেন, ‘বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি যথাযথ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা আগের যেকোনও সময়ের তুলনায় বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সারা দেশে সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মাদকাসক্তি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক ছড়িয়ে পড়েছে। মাদকের করাল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মাদকসেবীরা মাদকের টাকা জোগাড় করতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই মাদক নির্মূল এখন সময়ের দাবি। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, জাতীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক জনসচেতনতা এবং সার্বজনীন প্রতিরোধ ব্যবস্থাই মাদকের বিরুদ্ধে একমাত্র হাতিয়ার।’ মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে স্থানীয়দের আনুকূল্য না পায় সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
বিজিবির সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ
সিলেট সীমান্তে খেলার মাঠ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিএসএফের উত্তেজনা
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি, বইছে তীব্র তাপপ্রবাহ
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি, বইছে তীব্র তাপপ্রবাহ
জাতি আ.লীগের তওবার ধোঁকায় আর পড়বে না: হেফাজত
জাতি আ.লীগের তওবার ধোঁকায় আর পড়বে না: হেফাজত
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর 
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর 
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান