স্বৈরাচার পতন দিবস পালন এবং তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রংপুরে বাম গণতান্ত্রিক জোট মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন– বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, কমিউনিস্ট পার্টির রংপুর জেলা সাধারণ সম্পাদক কাফি সরকার, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, বামজোট নেতা সচিব মমিনুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘নয় বছর স্বৈরাচারী এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে ৮ দল, বিএনপির নেতৃত্বে ৭ দল এবং ৫ দলীয় জোটের ধারাবাহিক আন্দোলনের ফলে এরশাদ সরকার পদত্যাগে বাধ্য হয়। সেই আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলন, নূর হোসেনসহ অসংখ্য নেতাকর্মী প্রাণ দেন। কিন্তু ২০১৪-তে ভোটারবিহীন, ২০১৮-তে নিশিরাতের ভোটের মাধ্যমে আওয়ামী জোট ক্ষমতা আসে। এখন আবার আজ্ঞাবহ ইসিকে দিয়ে একতরফা তফসিল ঘোষণা করে নির্বাচনের দিকে যাচ্ছে।’
নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের পদত্যাগ এবং একতরফা তফসিল বাতিল করে তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। সেই সঙ্গে নির্বাচনি তফসিল বাতিল করার দাবিও জানান।
সমাবেশ শেষে একটি মিছিল নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। সেখানে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।