X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভাড়া বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৪, ২০:৫৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ২০:৫৮

কুষ্টিয়া শহরের ভাড়া বাসা থেকে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) বিকালে শহরের মঙ্গলবাড়িয়া এলাকার ভাড়াবাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ছেলেকে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছে।

মৃত দুজন হলেন– কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া এলাকার মধু (৪২) এবং তার একমাত্র ছেলে মুগ্ধ (৭)। মধু কুষ্টিয়া পৌরসভার আলফা মোড় এলাকার বিষ্ণুপদ রায়ের ছেলে। তিনি শহরের আলফার মোড়ে স্বর্ণকারের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধু শনিবার দুপুরের দিকে ছেলে মুগ্ধকে স্কুলে ভর্তি করার কথা বলে তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সন্তানকে নিয়ে ফিরে না আসায় স্ত্রী শেফালি বিকাল ৩টার দিকে তাদের ভাড়া বাসায় আসেন। তিনি ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। পরে স্থানীয়রা জানালা ভেঙে দেখেন ঘরের মধ্য দুজনের মরদেহ ঝুলছে।

শেফালী বলেন, ‘সকালে আমার বাবার বাড়ি থেকে ছেলে মুগ্ধকে স্কুলে ভর্তি করার কথা বলে আমার স্বামী ছেলেকে নিয়ে আসেন। এরপর দুপুরে অনেকবার কল করলেও ফোন রিসিভ করেননি। পরে বিকালের দিকে ভাড়া বাসায় এসে দেখি দরজা-জানালা বন্ধ। স্থানীয়রা জানালা ভেঙে দেখেন ঘরের মধ্যে দুই জনের মরদেহ ঝুলছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানি না।’

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছেলেকে হত্যার পর মধু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী সময়ে সঠিক তথ্য জানানো যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে