X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গদখালীতে শুরু হয়েছে ফুল উৎসব

যশোর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮

‘ফুলের রাজধানী’ খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীতে শুরু হয়েছে চার দিনব্যাপী ফুল উৎসব। বৈচিত্র্যময় এই ফুলের রাজ্যকে দেশ এবং বিশ্বের কাছে তুলে ধরতে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকালে গদখালীর পানিসারা ফুল মোড়ে ফিতা কেটে, বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বলেন, ‘গদখালী-পানিসারার মাটি অনেক মূল্যবান। এ মাটিতে যা ফলে তা অন্য কোথাও ফলে না। এখানে আমরা গত বছরের মতো এ বছর দ্বিতীয়বার ফুল উৎসবের আয়োজন করেছি। গতবার আমরা তিন দিনের মেলা করেছিলাম। এবার চার দিন করেছি, আগামীতে সাত দিন বা তার বেশি দিন মেলা করার চেষ্টা করবো। আমরা এই ফুল সেক্টরকে সারাদেশ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। এ ছাড়া এখানে যাতে একটি পর্যটনের পরিবেশ তৈরি করা যায় সে লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।’

বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক গদখালীর গোটা এলাকার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন দোল খাচ্ছে জারবেরা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, হলুদ গাঁদা ও চন্দ্রমল্লিকাসহ প্রায় ১১ ধরনের ফুল। বাতাসে ফুটন্ত ফুলের সুবাস ছড়িয়ে যাচ্ছে চারিদিকে।

ফুল উৎসব ঘিরে ভালো বেচাকেনা হবে এমনটাই প্রত্যাশা করছেন এ অঞ্চলের ফুলচাষিরা। মেলা প্রাঙ্গণে তারা এক বা একাধিক ফুলের স্টল সাজিয়েছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৬৩০ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। এর মধ্যে গোলাপের চাষ সবথেকে বেশি হয়েছে। প্রায় ১৫০ থেকে ২০০ হেক্টর জমিতে নানা রঙের গোলাপের চাষ হয়েছে। সারা দেশের মোট ফুলের চাহিদার প্রায় ৭০ শতাংশ যশোর থেকে সরবরাহ করা হয়ে থাকে।

এদিকে, ফুল উৎসব ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানের সভাপতি ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ‘ফুল উৎসব ঘিরে আমাদের সব রকমের প্রস্তুতি নিয়েছি। আজ থেকে ফুল উৎসব শুরু হয়েছে। আইনশৃঙ্খলাসহ নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ফুল উৎসবকে ঘিরে দূরদূরান্তের দর্শনার্থীদের আগমন ঘটবে এবং ফুলচাষিদের বেচাকেনাও ভালো হবে। যশোরের ঐতিহ্য এবং এই ফুলের রাজধানীকে সবার সামনে এ উৎসবের মাধ্যমে তুলে ধরা আমাদের মূল লক্ষ্য।’

এবার ফুল উৎসবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬টি স্টল দেওয়া হয়েছে। এ ছাড়াও পানিসারা ফুল মোড় এলাকার বিভিন্ন দোকানে ফুলের মেলা বসবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার খুলনা বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ।

 

/এমএএ/
সম্পর্কিত
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
পতিত জমিতে কৃষকের নতুন স্বপ্ন
বিশেষ দিনগুলোতে ফুল বিক্রি কমেছে
সর্বশেষ খবর
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে