X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বিশেষ দিনগুলোতে ফুল বিক্রি কমেছে

জুবায়ের আহমেদ
২১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪২

বছরের যেকোনও দিবসে ফুল ব্যবসায়ীদের বড় বিক্রির লক্ষ্য থাকে। বিশেষ করে ফেব্রুয়ারি মাসে পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও শহীদ দিবসে ফুলের চাহিদা বেশি থাকে। তাই এই মাসে ফুল বিক্রির বড় ধরনের প্রস্তুতি নিয়ে রাখেন ব্যবসায়ীরা। তবে গত কয়েক বছর ধরে তাদের এই ধারাবাহিকতা বজায় থাকছে না বলে জানান শাহবাগের ফুল ব্যবসায়ীরা। তারা জানান, সিন্ডিকেটে দাম বৃদ্ধি ও মানুষের আগ্রহ কম থাকায় বিনিয়োগ তোলা কষ্ট হয়ে যায়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) শাহাবাগ মোড়ে ফুলের মার্কেট ঘুরে দেখা যায়, সকালে শহীদ মিনারে অর্পণের জন্য দল বেঁধে লোকজন এসে একটি করে পুষ্পস্তবক কিনে নিচ্ছে। আলাদা করে কাউকে ফুল বা ফুলের তোড়া নিতে দেখা যায়নি। ব্যবসায়ীরা জানান, গতকাল রাতেও অনেকে এই শ্রদ্ধাঞ্জলি কিনে নিয়ে গেছেন। তবে সকালের পর আর তেমন ফুল বিক্রি বাড়েনি। বিকালে দেখা যায়, মেয়েদের মাথার রিং বিক্রি হচ্ছে বেশি। তবে তোড়া তেমন কাউকে কিনতে দেখা যায়নি।

শাহজালাল পুষ্প বিতানের ব্যবসায়ী রাফসান বলেন, ‘২১ ফেব্রুয়ারিতে বেশি আইটেমের ফুল উঠাইতে হয় না। এ দিন গোলাপ আর রজনীগন্ধা বেশি চলে। আর শ্রদ্ধাঞ্জলি বানায়া রাখি। এর জন্য বেশি খরচের ঝামেলায় যাইতে হয় না। বিক্রি না হলে পরে কাজে লাগানো যায়। কিন্তু ১৪ ফেব্রুয়ারি আমার প্রায় ১ লাখ টাকার ফুল রইয়া গেছিলো।’

শাহবাগের একটি দোকানে সাজানো রঙ-বেরঙের ফুল

ঝাড়বেলা পুষ্প বিতানের মালিক মো. শহিদুল ইসলাম বলেন, ‘আগে শুধু শ্রদ্ধাঞ্জলি বিক্রি কইরা টাকা উইঠা যাইতো। সঙ্গে ফুলের তোড়া আর বাকি সব বিক্রি হইতো। আজ তিন দোকান মিলা ২০টা শ্রদ্ধাঞ্জলি বিক্রি করতে পারছে কিনা সন্দেহ। একদিকে বেশি দামে কিনতে হয়, আবার বিক্রি করতে গেলে কাস্টমার ফুলের দাম দিতে চায় না। একটা শ্রদ্ধাঞ্জলি কম কইরা ১৫০০-২০০০ টাকা বিক্রি করলে কিছু থাকে। মানুষ আইসা দাম কয় ৬০০-৮০০ টাকা। আমার তো দোকানে একটা লোক খাটাইতে মজুরি দেওয়া লাগে ১০০০-১২০০ টাকা।’

নাঈম পুষ্প বিতানের মালিক গাজী নাঈমুর ইসলাম বলেন, ‘মাঝে সিন্ডিকেট ঢুকে ফুলের মার্কেটা নষ্ট করে দিছে। মানুষ এখন ফুল কেনা থেকে মুখ ফিরায়া নিছে। কিছু পাইকার আগে কম দামে ফুল কিনে কোল্ড স্টোরেজ করে রাখে। পরে সিজনের দিন একটু কম দামেই বিক্রি করে। তখন কাস্টেমাররা ওইটা কেনার প্রতি আগ্রহ দেখায়। তারা তো আর বোঝে না একদিন পরেই ওই ফুলের পাপড়ি ঝরে যায়। আর তাজা ফুল ৭ দিন পর্যন্ত রাখা যায়। তাজা কিনতে গেলে বেশি দাম দিতে হয় আমাদের।’

এদিকে বিকালে ফুলের দোকানের ভিড় থাকলেও প্রকৃত ক্রেতা ছিল কম। অধিকাংশ তরুণী ফুলের দোকানে গিয়ে ফুলকে ব্যাকগ্রাউন্ড করে ছবি তোলায় ব্যস্ত ছিল। এছাড়া ফুলের দাম বেশি হওয়ায় ক্রেতারাও ফিরে যাচ্ছিলেন দোকান থেকে।

সাইফুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, ‘ফুলের ছোট একটা তোড়া কিনতে চেয়েছিলাম। ৩০০ টাকা বলে। দামটা বেশি লাগলো।’

শ্রদ্ধাঞ্জলির জন্য বানিয়ে রাখা পুষ্পস্তবক

শাহবাগে ফুলের দোকান রয়েছে ৫০টি। ব্যবসায়ীদের সমিতি থেকে জানা যায়, বিশেষ দিবস উপলক্ষে ফুল মার্কেটে প্রায় ৫০ লাখ টাকার ফুল তোলা হয়। লক্ষ্য থাকে দেড় থেকে দুই কোটি টাকা বেচাবিক্রির। তবে সেই লক্ষ্য পূরণ করতেই হিমশিম খেতে হয়। খরচ শেষে লাভ থাকে না বলে জানান ব্যবসায়ীরা। তবে বছরের অন্যান্য দিন বিয়ের গাড়ি সাজানো, বিভিন্ন ইভেন্টে ও খুচরা বিক্রি করে চলে যায় ব্যবসায়ীদের। তখন ফুলের দামও অনেক কম থাকে।

শাহবাগ বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘গত ১৪ ফেব্রুয়ারি ভালো গেছে। তবে ২১ ফেব্রুয়ারি এখন পর্যন্ত তেমন ভালো কোনও সংবাদ পাই নাই। আমরা একেক দোকানে ৫০ থেকে ২০০টা পর্যন্ত শ্রদ্ধাঞ্জলি বানানোর টার্গেট নিছিলাম। কিন্তু ওইভাবে বিক্রি হয় নাই। যে ২০টা টার্গেট নিছিলো তার ৫টা বিক্রি হইছে। যে ৫০টা টার্গেট নিছিলো তার ১০টা বিক্রি হইছে। আমি ২০০ টার মতো আশা করছিলাম ২৫টা বিক্রি করতে পারছি। ভালো না বাজার।’

ফুল কম বিক্রির জন্য সিন্ডিকেট ও মানুষের আগ্রহ কম কারণ দেখিয়ে তিনি বলেন, ‘প্রতি একুশে ফেব্রুয়ারি সকালে বাচ্চারা ছোট ছোট ফুলের তোড়া নেয় ১০০ থেকে ৫০ টাকা করে। আজ এগুলো কিনতে কেউ আসে নাই বলা চলে। এলাকাগুলাতেও এখন আয়োজন করে না। এদিকে মাঝে কিছু লোক দাম বাড়ায়া দেয়। বেশি দামে নিয়া বেশি দামে বিক্রি করতে হয়। তখন মানুষও আগ্রহ দেখায় না। গত ১৪ ফেব্রুয়ারি টার্গেট ছিল দেড় থেকে দুই কোটি টাকা বেচাবিক্রি হবে। কিন্তু পুরা মার্কেট মিলে দুই লাখ টাকা উঠাইতে পারছে।’

ছবি: প্রতিবেদক

/আরআইজে/
সম্পর্কিত
‘পহেলা বৈশাখে আগের মতো ফুল বিক্রি হয় না’
বাংলা নববর্ষে অর্ধ কোটি টাকার ফুল বিক্রির প্রত্যাশা শাহবাগের দোকানিদের
কৃষকের তিন হাজার সূর্যমুখীতে ফুটে উঠলো ‘অমর ২১’
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ