X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

রাজধানীর ১০ থানায় কিশোর অপরাধ বেশি: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ এপ্রিল ২০২৪, ১৭:০৩আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৭:০৩

 ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও উত্তরাসহ ১০ থানা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি। কিশোর অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী জোড়ালো ভূমিকা রাখছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসিতে) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে ছায়া সংসদ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

তিনি বলেন, ‘আজকের কিশোর আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামীতে নেতৃত্ব দেবে। ৯ থেকে ১৮ বছর বয়সী কেউ অপরাধ করলে আমরা তাকে কিশোর অপরাধী বলছি। এই বয়সী কিশোররা দলবদ্ধভাবে অপরাধ করলে তাকে আমরা বলছি কিশোর গ্যাং।’

ডিএমপি কমিশনার বলেন, ‘কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রতিকার ও প্রতিরোধমূলক কার্যক্রম চলমান। মসজিদে মসজিদে জুমার দিনে ওসিরা কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা করছেন। প্রতিরোধমূলক বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে পুলিশ। তবে কিশোর অপরাধ প্রতিরোধে মূল কাজ হতে হবে পরিবার থেকে। মা-বাবা, ভাই-বোন আত্মীয়স্বজনে ভূমিকা বেশি। এছাড়াও শিক্ষকরা পারেন কিশোরদে ভালো পথ দেখাতে।’

কিশোর গ্যাংয়ের গড ফাদারদের তালিকা করে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘যারা কিশোর গ্যাংয়ের মদদদাতা, তাদের তালিকা করা হয়েছে। কিশোর গ্যাংয়ের অদ্ভুত অদ্ভুত নাম রয়েছে, তাদের তালিকা করা হয়েছে।’

টিকটকে আপত্তিকর কনটেন্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি অবশ্যই নেতিবাচক। ইতোমধ্যে আমাদের সাইবার টিম এমন টিকটকারদের আইনের আওতায় এনেছে। পুলিশের সাইবার টিম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে বিভিন্ন কনটেন্টের তালিকা দেওয়া হয় নিয়মিত।’

কিশোর অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কোনও গাফিলতি নেই। অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে মামলা হয় এবং জড়িতদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হয়। কিন্তু প্রাথমিকভাবে কিশোর গ্যাং নিয়ন্ত্রণের কাজ পুলিশের নয়। প্রাথমিকভাবে স্থানীয় জনসাধারণের কাজ। জনগণ সোচ্চার হলে কিশোর গ্যাং কালচার কমে যাবে।’

কিশোর গ্যাংয়ের সঙ্গে সিটি করপোরেশনের কাউন্সিলদের নাম এসেছে। এ বিষয়ে কোনও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘কাউন্সিলদের কিছু অনুসারী রয়েছে, যাদের বয়স ১৮ বছরের ওপরে। এলাকায় রাজনীতি টিকিয়ে রাখতে কেউ কেউ কিশোরদের ব্যবহার করছে। সরাসরি কোনও কাউন্সিল কিশোরদের নিয়ে অপরাধের জন্য গ্যাং তৈরি করেছেন এমন তথ্য আমরা পাইনি। কাউন্সিলদের সহযোগীরা কেউ কেউ কিশোরদের নিয়ে চলাচল করেন। এসব বিষয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন– অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক জি এম তসলিম, সাংবাদিক জিয়া খান, সাংবাদিক অনিমেষ কর ও সাংবাদিক কাওসার সোহেলী।

/এবি/আরকে/
সম্পর্কিত
হোলি আর্টিজানের ঘটনার বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে যা জানালো ডিএমপি
শ্রীপুরে ‘কিশোর গ্যাং লিডারের’ গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, এলাকায় আতঙ্ক
‘রোড সেফটি পোস্টার ও স্লোগান কনটেস্ট’র পুরস্কার বিতরণ
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি