X
বুধবার, ২৬ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১

রাজধানীর ১০ থানায় কিশোর অপরাধ বেশি: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ এপ্রিল ২০২৪, ১৭:০৩আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৭:০৩

 ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও উত্তরাসহ ১০ থানা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি। কিশোর অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী জোড়ালো ভূমিকা রাখছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসিতে) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে ছায়া সংসদ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

তিনি বলেন, ‘আজকের কিশোর আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামীতে নেতৃত্ব দেবে। ৯ থেকে ১৮ বছর বয়সী কেউ অপরাধ করলে আমরা তাকে কিশোর অপরাধী বলছি। এই বয়সী কিশোররা দলবদ্ধভাবে অপরাধ করলে তাকে আমরা বলছি কিশোর গ্যাং।’

ডিএমপি কমিশনার বলেন, ‘কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রতিকার ও প্রতিরোধমূলক কার্যক্রম চলমান। মসজিদে মসজিদে জুমার দিনে ওসিরা কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা করছেন। প্রতিরোধমূলক বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে পুলিশ। তবে কিশোর অপরাধ প্রতিরোধে মূল কাজ হতে হবে পরিবার থেকে। মা-বাবা, ভাই-বোন আত্মীয়স্বজনে ভূমিকা বেশি। এছাড়াও শিক্ষকরা পারেন কিশোরদে ভালো পথ দেখাতে।’

কিশোর গ্যাংয়ের গড ফাদারদের তালিকা করে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘যারা কিশোর গ্যাংয়ের মদদদাতা, তাদের তালিকা করা হয়েছে। কিশোর গ্যাংয়ের অদ্ভুত অদ্ভুত নাম রয়েছে, তাদের তালিকা করা হয়েছে।’

টিকটকে আপত্তিকর কনটেন্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি অবশ্যই নেতিবাচক। ইতোমধ্যে আমাদের সাইবার টিম এমন টিকটকারদের আইনের আওতায় এনেছে। পুলিশের সাইবার টিম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে বিভিন্ন কনটেন্টের তালিকা দেওয়া হয় নিয়মিত।’

কিশোর অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কোনও গাফিলতি নেই। অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে মামলা হয় এবং জড়িতদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হয়। কিন্তু প্রাথমিকভাবে কিশোর গ্যাং নিয়ন্ত্রণের কাজ পুলিশের নয়। প্রাথমিকভাবে স্থানীয় জনসাধারণের কাজ। জনগণ সোচ্চার হলে কিশোর গ্যাং কালচার কমে যাবে।’

কিশোর গ্যাংয়ের সঙ্গে সিটি করপোরেশনের কাউন্সিলদের নাম এসেছে। এ বিষয়ে কোনও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘কাউন্সিলদের কিছু অনুসারী রয়েছে, যাদের বয়স ১৮ বছরের ওপরে। এলাকায় রাজনীতি টিকিয়ে রাখতে কেউ কেউ কিশোরদের ব্যবহার করছে। সরাসরি কোনও কাউন্সিল কিশোরদের নিয়ে অপরাধের জন্য গ্যাং তৈরি করেছেন এমন তথ্য আমরা পাইনি। কাউন্সিলদের সহযোগীরা কেউ কেউ কিশোরদের নিয়ে চলাচল করেন। এসব বিষয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন– অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক জি এম তসলিম, সাংবাদিক জিয়া খান, সাংবাদিক অনিমেষ কর ও সাংবাদিক কাওসার সোহেলী।

/এবি/আরকে/
সম্পর্কিত
ঈদ উপলক্ষে গণপরিবহন ও পথচারীদের জন্য ডিএমপির নির্দেশনা
ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
স্বাধীনতা দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে পুলিশের নির্দেশনা
সর্বশেষ খবর
ভারতে এক পয়েন্ট পেয়ে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের
ভারতে এক পয়েন্ট পেয়ে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের
সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি
সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি
২৬ মার্চ ভোরে গাবতলী-নবীনগর সড়কে পাঁচঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
২৬ মার্চ ভোরে গাবতলী-নবীনগর সড়কে পাঁচঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
জুলাই অভ্যুত্থান নিয়ে প্রথম ডকুড্রামা
জুলাই অভ্যুত্থান নিয়ে প্রথম ডকুড্রামা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-ভারতের ম্যাচ কখন, দেখবেন কোথায়?
বাংলাদেশ-ভারতের ম্যাচ কখন, দেখবেন কোথায়?
তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল
তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল
নিখোঁজ হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিখোঁজ হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার
১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড
১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড
বাইরের লোক দিয়ে চলে কম্পিউটারে কাজ, সরকারি ফির ১০ গুণ আদায়
শশরা ইউনিয়ন ভূমি অফিসবাইরের লোক দিয়ে চলে কম্পিউটারে কাজ, সরকারি ফির ১০ গুণ আদায়