X
বুধবার, ২৬ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১

স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগে এক ব্যক্তি আটক

রাঙামাটি প্রতিনিধি
০২ আগস্ট ২০২৪, ১৬:০৬আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৬:০৬

রাঙামাটির কাউখালীতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও শাশুড়িকে লোহার শাবল দিয়ে খুঁচিয়ে এবং গলা কেটে হত্যার অভিযোগে বিল্লাল হোসেন নামে (৩৫) এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কাউখালী থানার ওসি রাজীব চন্দ্র কর জানান, শুক্রবার গভীর রাতে উপজেলা সদরের কাছে কাশখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ফাতেমা আক্তার (২৬) এবং তার মা আয়েশা খাতুন (৬১)।

স্থানীয় রোকেয়া আক্তার ও জলিল মিয়া জানান, বিল্লালের সঙ্গে তিন বছর আগে ফাতেমার বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি সন্তান আছে। বিয়ের পর থেকে স্বামী ফাতেমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। নির্যাতন সইতে না পেরে দুই মাস আগে কাউখালীর কাশখালী এলাকায় মায়ের কাছে চলে আসার পর ২৯ জুলাই স্বামীকে তালাক দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বিকালে কুমিল্লা থেকে বিল্লাল কাশখালী এলাকায় শ্বশুরবাড়িতে এসে ঝগড়া করে। ঝগড়ার পর সে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে কোনও এক স্থানে ওত পেতে থাকে। শুক্রবার রাত ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও বৃদ্ধ শাশুড়িকে ঘরে থাকা লোহার শাবল দিয়ে খুঁচিয়ে এবং জবাই করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ঘরে থাকা শিশুসন্তান বাইতুল্লাহ কান্নাকাটি করলে আশপাশের লোকজন এসে বিল্লালকে পালিয়ে যাওয়ার সময় আটক করে পুলিশে সোর্পদ করে।

কাউখালী থানার ওসি বলেন, ‘এ ব্যাপারে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ফাতেমার ভাই বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে এক পয়েন্ট পেয়ে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের
ভারতে এক পয়েন্ট পেয়ে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের
সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি
সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি
২৬ মার্চ ভোরে গাবতলী-নবীনগর সড়কে পাঁচঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
২৬ মার্চ ভোরে গাবতলী-নবীনগর সড়কে পাঁচঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
জুলাই অভ্যুত্থান নিয়ে প্রথম ডকুড্রামা
জুলাই অভ্যুত্থান নিয়ে প্রথম ডকুড্রামা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-ভারতের ম্যাচ কখন, দেখবেন কোথায়?
বাংলাদেশ-ভারতের ম্যাচ কখন, দেখবেন কোথায়?
তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল
তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল
নিখোঁজ হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিখোঁজ হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার
১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড
১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড
বাইরের লোক দিয়ে চলে কম্পিউটারে কাজ, সরকারি ফির ১০ গুণ আদায়
শশরা ইউনিয়ন ভূমি অফিসবাইরের লোক দিয়ে চলে কম্পিউটারে কাজ, সরকারি ফির ১০ গুণ আদায়