X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে সমন্বয়ক আখ্যা দিয়ে শিক্ষার্থীদের মারপিট: ২ জন কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০১

গোপালগঞ্জে সমন্বয়ক আখ্যা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

হামলায় আহত এক শিক্ষার্থী তিন জনের নাম উল্লেখ এবং ২০ জনকে অজ্ঞাত আসামি করে ২৩ জনের বিরুদ্ধে শুক্রবার বিকালে মামলাটি করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জে সমন্বয়ক আখ্যা দিয়ে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী আহত হন। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ শহরের নতুন স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছাত্র আন্দোলনের সমন্বয়ক আখ্যা দিয়ে প্রথমে এক শিক্ষার্থীকে মারধর করা হয়। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এ সময় আট শিক্ষার্থী আহত হন।

হামলায় আহত শিক্ষার্থীরা হলেন– সেলিম রেজা, মাহাদি হাসান, তাহমিদ, ইয়াজদানি আলী, মুয়াজ বিল্লাহ, ইমরান, আব্দুল্লাহ আল খালিদ ও আসাদুল্লাহ গালিব।

এ ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থী সেলিম রেজা বাদী হয়ে মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান।

ওসি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত শহরের ব্যাংকপাড়ার ইফতি মাহমুদ ও তার বাবা কবির মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে দুজনকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’

এই হামলায় জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় এসে জড়ো হন। এ সময় তারা জড়িত ব্যক্তিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সদস্যরা থানায় এসে দোষীদের বিচারের আশ্বাস দিলে রাত ১টার দিকে শিক্ষার্থীরা থানা ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।

মারাত্মক আহত ৫ শিক্ষার্থীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাবি উপাচার্যের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত, নতুন অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত
গোপালগঞ্জ শহরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সর্বশেষ খবর
খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার: আমির খসরু
খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার: আমির খসরু
রাজনৈতিক দলের বৈশিষ্ট্য আ.লীগের নেই: হান্নান মাসউদ
রাজনৈতিক দলের বৈশিষ্ট্য আ.লীগের নেই: হান্নান মাসউদ
ইসির নিবন্ধন কেটে আ.লীগের নাম সন্ত্রাসীর খাতায় লিখতে হবে: আখতার হোসেন
ইসির নিবন্ধন কেটে আ.লীগের নাম সন্ত্রাসীর খাতায় লিখতে হবে: আখতার হোসেন
বেড়েছে মুরগির দাম, সবজিও ঊর্ধ্বমুখী
বেড়েছে মুরগির দাম, সবজিও ঊর্ধ্বমুখী
সর্বাধিক পঠিত
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া