X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

চালের কেজি ১০০ টাকা হলেও তাদের কী আসে যায়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ মার্চ ২০২৫, ০১:১০আপডেট : ০১ মার্চ ২০২৫, ০১:১০

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘এই সরকার মানুষের ভোটে নির্বাচিত নয়। তারা নির্বাচনে দাঁড়াবেও না। চালের কেজি ১০০ টাকা হলেও তাদের কী আসে যায়। কিন্তু আমাদের তা ভাবতে হয়। জিনিসপত্রের দাম বাড়লে মানুষ আমাদের আর ভোট দেবেন না। সেই জন্য একটা নির্বাচিত সরকারের এত দরকার।’

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি বারবার নির্বাচনের কথা কেন বলে? কারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ছিনতাই, রাহাজানি কোপ দিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে। রাজশাহীগামী বাসে সাড়ে তিন ঘণ্টা ধরে ডাকাতি হয়েছে।

‘রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা এলাকায় সন্ধ্যার পর মানুষ এখন ঘর থেকে বের হতে সাহস পান না। একটি নির্বাচিত সরকার যখন থাকে তখন প্রশাসন-পুলিশ অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ থাকে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে যেন চলতে পারে, সে জন্য একটি সংঘবদ্ধ শক্তি লাগে। একটি অনির্বাচিত সরকার যখন দীর্ঘদিন থাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এমনটাই হয়।’

তিনি বলেন, ‘মানুষ অপেক্ষা করে আছে– নির্বাচন কবে হবে, তারা তাদের পছন্দের প্রার্থীকে কখন ভোট দেবে। আমি সরকারকে অনুরোধ জানাবো, মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রতি আপনারা সম্মান জানান। এ দেশের মানুষ এ দেশের মালিক, এই মালিকানা তাদের হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। এর ফল ভালো হয় না। শেখ হাসিনাকে কিন্তু পালাতে হয়েছে। আমি আশা করবো, এই সরকারের যারা আছেন, যার যার জায়গায় উজ্জ্বল নক্ষত্র, তারা বিষয়গুলো নিয়ে ভাববেন।’

আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন– জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হকসহ উপজেলা বিএনপি ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

/এমএএ/
সম্পর্কিত
রসিদ দিয়ে যানবাহন থেকে চাঁদাবাজি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার
আইনজীবীকে মারধর করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা
সর্বশেষ খবর
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন