X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, শ্রমিক দল নেতাসহ গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ১৯:০৯আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৯:০৯

বগুড়ার ধুনটে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে চাঁদাবাজির মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় ওই আসামি ও তার শ্বশুর পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার বিকালে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাসহ বিভিন্ন ধারায় মামলা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্র জানায়, বগুড়ার ধুনট পৌরসভার চরপাড়ার আবদুল মজিদের ছেলে মাহা আলম জীবন (৩০) একটি চাঁদাবাজি মামলার আসামি। তিনি শুক্রবার রাতে একই গ্রামে তার শ্বশুর পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদের বাড়িতে অবস্থান করছিলেন। গোপনে এ খবর পেয়ে ধুনট থানার এসআই হারুন অর রশিদের নেতৃত্বে কয়েকজন ফোর্স সেখানে অভিযান চালান। রাত দেড়টার দিকে তারা মাহা আলম জীবনকে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় তার শ্বশুর পৌর শ্রমিক দল নেতা আবদুল মজিদের নেতৃত্বে লোকজন আসামি জীবনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারা পোশাক পরিহিত পুলিশ সদস্যদের ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার দেন এবং ঘরের টিনের বেড়ায় লাঠি দিয়ে আঘাত করতে থাকেন।

তাদের চিৎকারে নারীসহ অন্তত ২০-২১ জন সেখানে ছুটে আসেন। তারা গ্রেফতার আসামি মাহা আলম জীবনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা পুলিশকে মারপিট করেন। এতে এসআই হারুন অর রশিদসহ তিন জন আহত হন। এক পর্যায়ে আসামিরা পুলিশ সদস্যদের জিম্মি করে রাখেন। খবর পেয়ে ধুনট থানা থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে আসেন। তারা মাহা আলম জীবন, তার শ্বশুর আবদুল মজিদকে গ্রেফতার ও পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

এদিকে, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় এসআই হারুন অর রশিদ শনিবার থানায় গ্রেফতার দু’জন ছাড়াও ১১ জনের নাম উল্লেখ করে ২১ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

ওসি সাইদুল আলম জানান, গ্রেফতার দু’জনকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় দুঃখ প্রকাশ করে ধুনট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম জানন, আবদুল মজিদ তার সংগঠনের পৌর শাখার সাংগঠনিক সম্পাদক। দলের দায়িত্বশীল পদে থেকে কেউ অপরাধ করলে তার দায়ভার দল বহন করবে না। শিগগিরই আবদুল মজিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল