বগুড়ার কাহালুতে ট্রেনে কেটে এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বেলঘরিয়া এলাকায় কাহালু স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
বগুড়া রেলওয়ে থানার ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, বিকাল পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় মেলেনি। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান ই মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস বুধবার সকালে বগুড়ার কাহালু স্টেশন এলাকায় প্রবেশ করছিল। বেলঘরিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। পুরো শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়া রেলওয়ে থানার ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, মৃতের পরনে জিন্সের প্যান্ট ও পাশে গেঞ্জি পড়েছিল। অজ্ঞাত ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনায় মারা গেছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। বিকাল পর্যন্ত তার পরিচয় না পাওয়ায় মরদেহ দক্ষিণ বগুড়া ভাইপাগলা মাজার কবরস্থানে দাফনের জন্য আঞ্জুমান ই মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।