X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

চার জেলায় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ১৯:১৮আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২২:১৮

কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও চাঁদপুর জেলায় বজ্রাঘাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছেন স্কুলছাত্র, মাদ্রাসাছাত্র, শিক্ষক ও কৃষক। রবিবার ও আজ সোমবার বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। এতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লা

কুমিল্লায় বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লার বরুড়া, মুরাদনগর ও দেবিদ্বার উপজেলায় এসব ঘটনা ঘটে।

জানা গেছে, কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে বজ্রাঘাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিহত কিশোর দুজন হলো পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুড়ি ওড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রাঘাতে দুই ছাত্র মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, ‘বজ্রাঘাতে মৃত্যুর বিষয়টি শুনেছি।’

অপরদিকে কুমিল্লার মুরাদনগরে কৃষিজমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। এ ঘটনার পর থেকে তারা শ্রবণশক্তি হারিয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর গ্রামের বীরচরণ দেবনাথের ছেলে নিখিল চন্দ্র দেবনাথ ও আন্দকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া।

সোমবার বেলা সাড়ে ১১টায় মুরাদনগর উপজেলার ৪ নম্বর পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশে এই বজ্রাঘাতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কৃষক নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভুঁইয়া জমিতে ধান কাটার কাজ করতে যায়। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঝড়ের সঙ্গে বিকট শব্দে কৃষিজমিতে বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, কৃষিকাজ করতে গিয়ে কোরবানপুর গ্রামে বজ্রাঘাতে দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, বেলা সাড়ে ১২টার দিকে দেবিদ্বারের সাহারপাড়ায় বাবার সঙ্গে কৃষিজমি থেকে ধান আনতে গিয়ে মীম আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। মীম সাহারপাড়া গ্রামের ইমন মিয়ার মেয়ে। সে সূর্যপুর কোটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিম বাবা ও নানার সঙ্গে জমি থেকে কাটা বোরো ধান আনতে যায়। এ সময় বজ্রবৃষ্টি হয়। পাশে বজ্রপাত হলে বিকট শব্দে হৃদক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়।

দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, ‘শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। সরকার থেকে তার পরিবারকে সহায়তা করা হবে।’

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের দুই হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। তারা হলেন কৃষক ইন্দ্রজিৎ দাস (৩৫), স্বাধীন মিয়া (১৪) ও ফুলেছা বেগম (৬৫)।

সোমবার (২৮ এপ্রিল) সকালে অষ্টগ্রামের হাওরে ধান কাটতে গেলে পৃথক বজ্রাঘাতে উল্লিখিত দুই জন কৃষক ও মিঠামইনে নিজের খলায় ধানের খড় ঢাকতে গেলে ফুলেছা বেগমের এ মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত ইন্দ্রজিৎ দাস অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত জতীন্দ্র দাসের পুত্র ও স্বাধীন মিয়া খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিছ মিয়ার পুত্র। ফুলেছা বেগম মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের বাসিন্দা মৃত আশ্রব আলীর স্ত্রী।

অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন ও মিঠামইন থানার এএসআই দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নেত্রকোনা

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে জেলার মদন উপজেলায় আরাফাত (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়। এর আগে রবিবার দিবাগত রাতে জেলার কলমাকান্দা উপজেলায় দিদারুল হক (২৫) নামে এক মাদ্রাসাশিক্ষক বজ্রাঘাতে মারা যান।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান এবং কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশু আরাফাত মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামের আব্দুস সালামের ছেলে এবং দিদারুল হক কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্বজনদের বরাতে জানা গেছে, আরাফাত বাড়ির পাশের একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ শেষে মা-বাবাকে বলে মাদ্রাসায় যাচ্ছিল সে। মাদ্রাসার কাছে পৌঁছাতেই হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আরাফাতের।

অপরদিকে, কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা (রা.) মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামি একাডেমির শিক্ষক দিদারুল হক স্থানীয় বাজার থেকে রবিবার রাতে মাদ্রাসায় ফিরছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

চাঁদপুর

চাঁদপুরের কচুয়ায় বজ্রাঘাতে বিশাখা (৩৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামের হতদরিদ্র কৃষক হরিপদ তার স্ত্রী বিশাখাকে নিয়ে বাড়ির পাশে নাহারা মাঠে ধান কাটতে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রাঘাতে বিশাখা মাটিতে লুটিয়ে পড়েন।

সংজ্ঞাহীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বিশাখাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিশাখার কোনও ছেলেসন্তান নাই। স্বামী ও তিন কন্যাসন্তান নিয়ে তাদের অভাবের সংসার। বিশাখার মরদেহ বাড়িতে নিয়ে এলে স্বজনদের শোকের মাতম শুরু হয়।

/কেএইচটি/এমওএফ/এমএএ/
সম্পর্কিত
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু
সর্বশেষ খবর
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল