X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর চবির নিরাপত্তাপ্রধান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ মে ২০২৫, ১৯:৪২আপডেট : ২০ মে ২০২৫, ১৯:৪২

ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ গোলাম কিবরিয়াকে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে অস্থায়ী নিয়োগের নামে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া একজন ব্যক্তির সঙ্গে চবির অগ্রণী ব্যাংকে প্রবেশ করে নগদ অর্থ উত্তোলন করেন। তিনি এক লাখ টাকা গ্রহণ করার পাশাপাশি বাকি অর্থ নিয়ে দর কষাকষি করেন।

জানা গেছে, ‘জেরিন গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠানের এমডি ফরিদের সঙ্গে চুক্তি অনুযায়ী নিরাপত্তা দফতরে অস্থায়ী নিয়োগের কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেন গোলাম কিবরিয়া।

এ ঘটনার পরপরই চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে গোলাম কিবরিয়াকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে বলা হয়, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকবেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জীবিকা ভাতা পাবেন। পাশাপাশি ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘অবৈধ লেনদেন করেছে এটি আমরা প্রাথমিকভাবে দেখেছি। আমরা তাকে বরখাস্ত করেছি এবং প্রাথমিকভাবে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে  পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর রেজাউল আজিমকে রাখা হয়েছে। তিনি ফ্যাক্টস ফাইন্ডিং করে প্রতিবেদন জমা দেওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে৷’

এ বিষয়ে জানতে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
চবিতে শিক্ষকের পদোন্নতির সাক্ষাৎকার ঘিরে হট্টগোল, প্রশাসনিক ভবনে তালা
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবনের সময় ৯ শিক্ষার্থী আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টামানুষকে দিয়ে আমাদের অর্থনীতি গড়তে হবে, ব্যবসা দিয়ে নয়
সর্বশেষ খবর
আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স
ফিফা ক্লাব বিশ্বকাপআল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স
৭২ সাল থেকে মব কালচার চলছে: জামায়াত আমির
৭২ সাল থেকে মব কালচার চলছে: জামায়াত আমির
শাহাদাতের সুযোগ এলে পিছপা হবো না: আসিফ মাহমুদ
শাহাদাতের সুযোগ এলে পিছপা হবো না: আসিফ মাহমুদ
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
সর্বাধিক পঠিত
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব