X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

হারানো শফিককে মায়ের বুকে ফিরিয়ে দিলো ফেসবুক

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ০৭:৩৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ০৮:০৫

 শফিকুর ইসলাম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার ৫ বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে দিলো বাবা-মায়ের বুকে। ফেসবুকের পেজ ‘প্রিয় টাঙ্গাইল জেলা ফেসুবক গ্রুপ’ সম্ভব করেছে এই কাজটি। বুধবার প্রায় ৫ বছর আগে নিখোঁজ শফিকুরকে পরিবারের কাছে তুলে দেন গ্রুপের সদস্যরা।
গাজিপুরের কাপাসিয়ার পাকুয়া হাজিবাজার গ্রাম থেকে প্রায় ৫ বছর আগে হারিয়ে যায় মানসিক ভারসাম্যহীন শফিকুর ইসলাম। তখন তার বয়স ছিলো ১০ বছর। হারিয়ে যাবার পর গত পাঁচ বছরে অসংখ্য স্থানে শফিককে খুঁজে বেড়ান তার পরিবারের সদস্যরা। কিন্তু কোথাও সন্ধান না পেয়ে একসময় হতাশ হয়ে খোঁজা বন্ধ করে দেন তারা।
 শফিকুর ইসলামকে নিয়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাস কিন্তু গত ৪ তারিখ টাঙ্গাইলের ফেসবুক ব্যাবহারকারীদের ‘প্রিয় টাঙ্গাইল জেলা ফেসবুক গ্রুপে’ রফিক ইসলাম নামক একটি আইডি থেকে একটি ছেলের ছবি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয় যে, ছেলেটি গত ৮ মাস ধরে গাজীপুরের শোলাকুড়ি এলাকায় এক ইমামের বাড়িতে আশ্রিত আছে। সঙ্গে দেয়া হয় ছেলেটির বাবার নাম আর ঠিকানা।
আর তারপর থেকেই রফিকের খোঁজে গ্রুপের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন গ্রুপের অ্যাডমিন সানোয়ার ও আহমেদ হেলাল। টানা দুইদিন গ্রুপের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে খুঁজে বের করা হয় শফিকুরের পরিবারের সদস্যদের। পরে বুধবার টাঙ্গাইলের মধুপুর থেকে গ্রুপের সব অ্যাডমিন আর স্থানীয় লোকজনের উপস্থিতিতে শফিককে তুলে দেয়া হয় তার পরিবারের সদস্যদের কাছে।
শফিকের বাবা শামছুদ্দিন মোল্লা জানান, প্রায় ৫ বছর আগে মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় শফিক। অনেক খোঁজাখুজির পর কোথাও তাকে না পেয়ে আশা অনেকটাই ছেড়ে দিয়েছিলাম। আজ হারানো সন্তানকে ফিরে পেয়ে সত্যিই অনেক আনন্দ হচ্ছে। কখনো ভাবিনি আবারও ওকে বুকে জড়িয়ে ধরতে পারবো।

এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা