X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘প্রধানমন্ত্রী এক হাতে পুরস্কার নিয়ে আরেক হাতে সুন্দরবনের মৃত্যু পরোয়ানা জারি করেছেন’

বরিশাল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৬, ১৯:২০আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৯:২০

অধ্যাপক আনু মোহাম্মদ তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, যে প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার পেতে পারেন, সেই প্রধানমন্ত্রীর সুন্দরবন ধ্বংস করে পরিবেশ বিধ্বংসী পরিচিতি পাওয়ার দরকার কী। মঙ্গলবার বরিশাল অশ্বিনী কুমার হলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সম্মেলনে অধ্যাপক আনু মোহাম্মদ এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে প্রশ্ন রেখে আনু মোহাম্মদ বলেন, ‘যিনি প্রকৃতি-বান্ধব হিসেবে এক হাতে পুরস্কার নেন, তিনি কী করে আরেক হাতে সুন্দরবনের মৃত্যু পরোয়ানা জারি করতে পারেন।’

আনু মোহাম্মদ আরও বলেন, ‘রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে সরকার বিএনপিকে আন্দোলনের সুযোগ করে দিয়েছে। সরকার যত দ্রুত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা থেকে দূরে সরে আসবে, ততই দেশ ও জনগণের মঙ্গল হবে।’ তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, ভারতের সাধারণ মানুষও সুন্দরবন রক্ষার আন্দোলনে সম্পৃক্ত।’ তিনি বিভিন্ন যুক্তি, তথ্য এবং ’ইউনেস্কো’ প্রতিবেদনের কথা তুলে ধরে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানান।

সম্মেলনের উদ্বোধন করেন তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি বরিশাল জেলা শাখার সদস্য সচিব রবীন্দ্রনাথ রায়। সম্মেলনের পর হয় আলোচনাসভা।

এতে আরও বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবিব রুম্মন, জেলা ছাত্রফ্রন্ট সভাপতি ডা. মনিষা চক্রবর্তী, জেলা বাসদের সংগঠক বদরুদ্দোজা সৈকত প্রমুখ।

বক্তারা বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে বরিশাল ও খুলনা বিভাগের চার কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া ওই এলাকার ৩৫ থেকে ৪০ লাখ মানুষ সরাসরি কর্মসংস্থান হারাবে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা