X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শিক্ষককে বিবস্ত্র করে নির্যাতন, প্রধান আসামি গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৯

pirojpur pic-nayon gazi

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শিক্ষক বিধান চন্দ্র সরকারকে বিবস্ত্র করে নির্যাতনকারী প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামি মনির ফেরদৌস ওরফে নয়ন গাজীকে (৪০)মঙ্গলবার সাভারের থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিধান চন্দ্র সরকার স্বরূপকাঠি উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

শিক্ষক নির্যাতন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শাহাবউদ্দিন জানান, পিরোজপুরে পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেনের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদেরভিত্তিতে মঙ্গলবার সকালে ঢাকার সাভার থানার ফুলবাড়ীর সুভাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে স্বরুপকাঠীতে আনা হয়।

গত ৩ ফেব্রুয়ারি মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র সরকারকে একটি ঘরে আটকে রেখে বিবস্ত্র করে নির্যাতন চালায় সন্ত্রাসী নয়ন গাজী ও তার সহযোগীরা। নির্যাতন শেষে বিকাশ এর মাধ্যমে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেয়। এরপর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা পর্ষিয়া হালদারের সহায়তায় তিনি পালিয়ে বরিশাল গিয়ে চিকিৎসা নেন। নির্যাতিত শিক্ষকের বাড়ী সাতক্ষীরা জেলায়।

স্বরুপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন কুমার জানান, বিধান চন্দ্র সরকার গত ২৪ নভেম্বর মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিপিএড শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি বিদ্যালয়ের পাশের একটি বাড়ির পরিত্যক্ত ঘরে একাই থাকতেন। এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পকের্র অজুহাত তুলে সন্ত্রাসী নয়ন গাজী ও তার সহযোগীরা শিক্ষক বিধান চন্দ্রকে ধরে বিদ্যালয়ের পাশের একটি দোকানের সামনে মারধর করে বিবস্ত্র করে ফেলে রাখে। পরে  সন্ত্রাসীরা ওই শিক্ষককে পাশের হরি মন্দিরে নিয়ে আটকে রেখে রাতভর নির্যাতন করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে  মনির ফেরদৗস ওরফে নয়ন গাজীকে প্রধান আসামি করে স্বরুপকাঠী থানায় একটি মামলা দায়ের করে।

স্বরুপকাঠী থানার উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র জানান, নয়ন গাজীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

/জেবি/

আরও পড়ুন-
উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউপি নির্বাচনে ব্যালটের প্রতীকে ভুল, ১০ দিন পর সেই কর্মকর্তাকে বদলি
ইউপি নির্বাচনে ব্যালটের প্রতীকে ভুল, ১০ দিন পর সেই কর্মকর্তাকে বদলি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
দুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত
বৈশ্বিক রিপোর্টের তথ্যদুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল