X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বরিশালে দাখিল পরীক্ষার উত্তরপত্রসহ ৭ শিক্ষক আটক

বরিশাল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:০৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:০৭

বরিশাল জেলার বাকেরগঞ্জে উপজেলা সদর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র তৈরি ও বিতরণের অভিযোগে কেন্দ্র সচিব ও ৬ শিক্ষকসহ সাতজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

পরীক্ষার উত্তরপত্রসহ ৭ শিক্ষক আটক আটকরা হলেন- কেন্দ্রসচিব মাওলানা বশিরউদ্দিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা নূরুজ্জামান, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা আবু হানিফ, মাওলানা মেহেদি হাসান ও মাওলানা আ. ছালাম।

জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান, প্রচলিত আইনে আটকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই পরীক্ষা কেন্দ্রে প্রায় ৬০০ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্যে অনেকে এই অন্যায়ের সুযোগ গ্রহণ করেছেন।

পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান, বাকেরগঞ্জ উপজেলা সদর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমানের বাসায় প্রশ্নের উত্তরপত্র বিক্রির জন তৈরি করা হয়। গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ পৌর শহরের রুনশী এলাকায় মোস্তাফিজুর রহমানের বাসায় অভিযান চালিয়ে কেন্দ্র সচিব মাওলানা বশিরউদ্দিনসহ ঘটনাস্থল থেকে ৪ জন ও মাদ্রাসা থেকে ৩ জনকে আটক করে।

জেলা পুলিশ সুপার আরও বলেন, ‘উদ্ধার হওয়া উত্তরপত্রের সঙ্গে দাখিল পরীক্ষার আজকের বিষয় ইতিহাস ও পদার্থ বিজ্ঞানের সাথে পুরোটাই মিল পাওয়া গেছে। প্রতিদিন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট কিংবা ১ ঘণ্টা আগে সিলগালা করা প্রশ্নপত্রের খাম খুলে প্রশ্ন বের করা হয়। এরপর ওই প্রশ্নের উত্তর মোস্তাফিজুর রহমানের বাসাতেই তৈরি করা হতো।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী