X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার ও বহিষ্কার

বরিশাল প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ১৫:১৮আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৫:১৮

বহিষ্কৃত বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লা (ছবি-বরিশাল প্রতিনিধি)

 

বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে তাকে পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। সোমবার ভোরে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

তিনি জানান, বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামে নববধূকে ধর্ষণের ঘটনায় বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লার বিরুদ্ধে রবিবার বিকেলে মামলা হয়। নারী নির্যাতনের ওই মামলা তাকে রবিবার রাতেই গ্রেফতার করা হয়।

বহিষ্কার আদেশ (ছবি- বরিশাল প্রতিনিধি)

এক জরুরি সভার মাধ্যমে ছাত্রলীগের ইমেজ রক্ষায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছে জেলা ছাত্রলীগ।

এ ঘটনায় রবিবার রাতে সুমন হোসেন মোল্লা বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র কাছে আশ্রয় ও সহযোগিতা জন্য আসে। কিন্ত সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তাকে আশ্রয় ও সহায়তা দিতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি আইনগতভাবে মোকাবিলার পরামর্শ দেন। তিনি বরিশাল কোতওয়ালি থানা পুলিশকে খবর দেন। পরে বানারীপাড়া থানা পুলিশ এসে সুমন হোসেন মোল্লাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

সোমবার তাকে বরিশালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন।

এ ব্যাপারে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘সুমন মোল্লা যদি অপরাধ করে থাকে বা দোষী হয় তাহলে আইন তার বিচার করবে। তাই আইনের হাতে তাকে তুলে দিতে পুলিশকে সাহায্য করা হয়েছে। আওয়ামী লীগ অপরাধীদের প্রশ্রয় দেয় না।’

/জেবি/

আরও পড়তে পারেন: স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা

ডুমুরিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ