X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ

বরগুনা প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ০২:১২আপডেট : ২৪ জুলাই ২০১৭, ০২:১২

বরগুনা বরগুনা সদর উপজেলার লেমুয়া পি.কে. মাধ্যমিক বিদ্যালয়ে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ডিজির প্রতিনিধির স্বাক্ষর জাল করে অননুমোদিত পদে শিক্ষক নিয়োগ দিয়েছেন প্রধান শিক্ষক মো. হুমায়ূন কবির। তিনি জালিয়াতির বিষয়টি স্বীকারও করেছেন। তিনি বলেছেন, নিয়োগের জন্য যার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তা ফেরত দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ সালে একটি দৈনিক জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) পদে নিয়োগ পেতে আবেদন করেন আমতলী পৌরসভাধীন হাসপাতাল সড়কের হৈমন্তী শুকলা। সে অনুযায়ী ওই বছরের ১৯ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় তাকে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে চিঠি দেন প্রধান শিক্ষক মো. হুমায়ূন কবির। কিন্তু ওই তারিখে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা না নিয়ে, গোপনীয়তার অযুহাত দেখিয়ে হৈমন্তী শুকলার বাসায় বসেই পরীক্ষা নেওয়া হয়। পরে নিয়োগ বাবদ তার কাছ থেকে দুই লাখ টাকা নেন প্রধান শিক্ষক হুমায়ূন।

২৩ ডিসেম্বর প্রধান শিক্ষক হুমায়ূন কবিরের স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, নির্বাচনি বোর্ডের সুপারিশ ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ১০নং সভার সিদ্ধান্ত অনুযায়ী হৈমন্তী শুকলাকে নিয়োগ দেওয়া হলো। নিয়োগপত্র পাওয়ার ৭ দিনের মধ্যে হৈমন্তী শুকলাকে বিদ্যালয়ে যোগদান করতে বলা হয়। সে অনুযায়ী ২৭ ডিসেম্বর বিদ্যালয়ে যোগদান করেন হৈমন্তী শুকলা। সেই থেকে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস নিতে থাকেন তিনি। এরপর বেতন দেওয়ার দায়িত্বও নেয় প্রধান শিক্ষক হুমায়ূন। কিন্তু মাস, বছর চলে গেলেও বেতন না হওয়ায় উপজেলা শিক্ষা অফিসের কার্যালয়ে খোঁজ নিয়ে দেখা যায়, এ ধরনের কোনও নিয়োগই ওই বিদ্যালয় দেওয়া হয়নি। এমনকি যে পদে নিয়োগ দেখানো হয়েছে সেই পদটির অনুমোদন নেই ওই বিদ্যালয়ে।

অন্যদিকে হৈমন্তী শুকলার নিয়োগ সংক্রান্ত কাগজপত্রে দেখা যায়, তৎকালীন বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা সুকুমার চন্দ্র হালদার, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দীন এবং ডিজির প্রতিনিধি বরগুনা সরকারি বালিকা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদের স্বাক্ষর জাল করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে হৈমন্তী শুকলা অভিযোগ করে বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষক পদে আবেদন করলে প্রধান শিক্ষক চাকরি দেওয়ার কথা বলে টাকা নেয়। বরগুনা সরকারি উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির গোপনীতার কথা বলে আমার বাসায় বসে নিয়োগ পরীক্ষা নেন। সে সময় আমরা তিনজন পরীক্ষা দেই। পরে অফিস থেকে জানতে পারি যে ওই বিদ্যালয়ে হিন্দু ধর্মে কোনও শিক্ষক নিয়োগের অনুমতি নেই। একই সঙ্গে জানতে পারি সব কাগজপত্র জালিয়াতি করে প্রধান শিক্ষক এ নিয়োগ দিয়েছেন।’

অভিযুক্ত প্রধান শিক্ষক মো. হুমায়ূন কবির জাল-জালিয়াতির বিষয়টি স্বীকার করে বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় কিছু অনিয়ম হয়েছিল। তবে তা সমাধান হয়ে গেছে।’

কিভাবে এই জালিয়াতির সমাধান হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হৈমন্তী শুকলার কাছ থেকে নিয়োগ বাবদ নেওয়া এক লাখ ৯৫ হাজার টাকার মধ্যে এক লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।’

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দীন বলেন, ‘ওই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিষয়ে কিছুই জানি না। স্বাক্ষর হয় স্ক্যান করে অথবা জাল জালিয়াতি করে দিয়েছে। তবে ওই নিয়োগপত্রে আমি কোনও স্বাক্ষর দেইনি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে বরগুনা সরকারি বালিকা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ বলেন, ‘আমার বিদ্যালয়ে ওই তারিখে অথবা পরেও হিন্দু ধর্ম পদে শিক্ষক নিয়োগের কোনও পরীক্ষা হয়নি। যেহেতু বিষয়টি আমি জানি না, তাই নিয়োগ সংক্রান্ত কাগজে স্বাক্ষর দেওয়ার প্রশ্নই আসে না।’

বরগুনার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছি এবং অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। তাই এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. নুরুজ্জামান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি এখন পর্যন্ত আমাদের জানা নেই। তবে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস