X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দেশে রোড না করে রোডম্যাপ তৈরি করছে সরকার: সরোয়ার

বরিশাল প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ২১:০৬আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২১:০৬

বরিশালে জেলা ও মহানগর দলীয় কার্যলয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিএনপির দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই উল্লেখ করে বিএনপি কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন,‘৫ জানুয়ারি মতো আরেকটি নির্বাচন করার চক্রান্ত করা হচ্ছে। তাই দেশে রোড তৈরি না করে রোডম্যাপ তৈরি করছে সরকার।’
সোমবার (২৪ জুলাই) দুপুরে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যলয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দেশের আইন-শৃঙ্খলা নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান বিচারপতি নিজেও বলেছেন— দেশে আইনের শাসন নেই।’

‘সদস্য সংগ্রহ অভিযান ২০১৭’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের আসন্ন বরিশাল সফরকে কেন্দ্রকরে এই মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় বিএনপি।

অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বর্তমান সরকারের প্রতি জনগণের কোনও আস্থা নেই, কারণ তারা একটি ভোটারবিহীন নির্বাচিত সরকার। সরকার তথাকথিত নির্বাচন করে বলেছিল— একবছরের মধ্যে নতুন নির্বাচন দেওয়া হবে। কিন্তু তারা আর নির্বাচন দেননি। গণতন্ত্র না থাকার কারণে দেশে শান্ত-স্বস্তি নেই, নেই মানুষের অধিকার।’

প্রধানমন্ত্রী নিজেও বিগত দিনে তত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন, এ কারণে তিনি একটি শান্তপূর্ণ সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দেবেন বলে আশা প্রকাশ করেন এই নেতা।

বিএনপির এই যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বিএনপি  চেয়ারপার্সন খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম করছেন। আগামী দিনগুলোতে এর মাধ্যমে একটি নিরপক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করতে হবে।’

সরোয়ার আরও বলেন, ‘বিএনপিতে বরিশালে পাঁচ লাখ নতুন সদস্য অন্তর্ভুক্ত করার টার্গেট নিয়ে কাজ করা হবে। সদস্য সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি জনগণের জন্য কাজ করবে।’

বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (২৫ই জুলাই) সকালে অশ্বিনী কুমার টাউন হলে মহানগর বিএনপি ও বিকালে উত্তর জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে জানান মজিবর রহমান সরোয়ার।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক মেজবাহউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর যুগ্ন সাধারণ সম্পাদক আনায়ারুল হক তারিন, বিএনপি নেতা সৈয়দ আকবর প্রমুখ।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি