X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন ফাঁস: ২৪৮ স্কুলের পরীক্ষা স্থগিত

বরগুনা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ১৬:২৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৭:২০

বরগুনা

বরগুনা সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় মঙ্গলবার ২৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ইংরেজি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসন দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটির সদস্যরা হলেন- বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মাহবুবুল আলম ও বরগুনা প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট (পিটিআই) এর সুপার মো. জাহাঙ্গীর আলম। ওই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) বরগুনা সদর উপজেলার ২৪৮টি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষা ছিল। কিন্তু আগের দিন (সোমবার) ওই পরীক্ষার প্রশ্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ পায়। পরে জেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে শিক্ষা অফিসের মাধ্যমে নির্ধারিত পরীক্ষা স্থগিত করে। তারপরও মঙ্গলবার চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রথম শ্রেণির পরিবেশ পরিচিতি প্রশ্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হয়।

জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগ জানিয়েছে, যাচাই বাছাই করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে জানা যায় শুধু এ তিন বিষয়ের প্রশ্ন ফাঁস নয় অন্য শ্রেণীরও একাধিক বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছে।

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ বলেন, ‘যাচাই বাছাই করে প্রমাণ পাওয়া গেলে ওই বিষয়ের পরীক্ষা স্থগিত করে, নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।’

বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান জানান, ঘটনা তদন্তের জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: চলে গেলো যুবরাজ


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?