X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

চলে গেলো যুবরাজ

কুমিল্লা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৩আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৫:৫০

মৃত যুবরাজ

কুমিল্লা চিড়িয়াখানার সেই মুমূর্ষু সিংহ যুবরাজ মারা গেছে। মঙ্গলবার সকালে কুমিল্লা চিড়িয়াখানায় যুবরাজের মৃত্যু হয়। সিংহটি দীর্ঘদিন ধরে মুমূর্ষু অবস্থায় ছিল। কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

যুবরাজের ময়নাতদন্তের জন্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আবদুল মান্নানের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আবদুল মান্নান বলেন, ‘সদর দক্ষিণ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.নাজমুল হককে আহ্বায়ক করে চার সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তারা সিংহের শরীর থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে তা ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠাবেন।

উল্লেখ্য চিড়িয়াখানায় রুগ্ন সিংহের ছবি নিয়ে ফেসবুকে তোলপাড় শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে চিড়িয়াখানার বেহাল অবস্থার কথাও তুলে ধরা হয়। এরপরই চিড়িয়াখানার সংস্কার নিয়ে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক বলেন, যুবরাজ সিংহ দীর্ঘদিন মুমূর্ষু অবস্থায় ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, একটি সিংহ সাধারণত ১৪ বছর বাঁচে, যুবরাজের বর্তমান বয়স ১৮ বছর। এটি মূলত তার বাড়তি জীবনকাল অতিবাহিত করেছে। মঙ্গলবার সেটি মারা যায়।

মুমূর্ষু যুবরাজ

খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা চিড়িয়াখানায় নেই উল্লেখযোগ্য পশু-পাখি। যে কয়েকটি পশু-পাখি আছে সেগুলোর অবস্থাও খারাপ। অধিকাংশ খাঁচা শূন্য। একটু বৃষ্টি হলে চিড়িয়াখানা ডুবে যায়, ডুবে যায় এর প্রবেশ পথও। এর ফলে দর্শনার্থীও কমে গেছে। গত পাঁচ বছর ধরে এমন দূরাবস্থা কুমিল্লা চিড়িয়াখানার। কুমিল্লা চিড়িয়াখানায় তেমন দর্শনার্থী নেই, অনেকটা পরিত্যক্ত বাড়ির মতো। সব মিলিয়ে ৮টি বানর, ৩টি বন মোরগ, ৩টি হরিণ রয়েছে। ১৯৮৬ সালে কুমিল্লা নগরীর কালিয়াজুরি মৌজায় জেলা প্রশাসকের বাংলোর পাশে ১০.১৫ একর ভূমিতে গড়ে উঠে কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। 

 আরও পড়ুন: নির্বাচনে না এলে বিএনপি আরও ঝুঁকিতে পড়বে: কাদের

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী