X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের অশ্লীল ভিডিও নিয়ে তোলপাড়

বরিশাল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:২১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৪





বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামের একটি অশ্লীল ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর এ নিয়ে ক্যাম্পাসে তোলপাড় শুরু হয়েছে। রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ– তিনি বিশ্ববিদ্যালয়ের একজন নারী কর্মকর্তাকে উদ্দেশ করে নিজেই ওই অশ্লীল ভিডিওটি প্রকাশ করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও রেজিস্ট্রারের বিচারের দাবিতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ক্যাম্পাসে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন রেজিস্ট্রার মনিরুল ইসলাম।

জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম ইমামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।’ তবে তদন্ত কমিটিতে যাদের রাখা হয়েছে, তাদের নাম প্রকাশ করতে রাজি হননি ভিসি।

এদিকে, মঙ্গলবারের মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, গত ৬ সেপ্টেম্বর সিডিসহ একটি বেনামি চিঠি শিক্ষকদের কাছে ডাকযোগে আসে। এরপর ওই চিঠি ও সিডি নিয়ে বিশ্ববিদ্যালয়ে তোলপাড় শুরু হয়। ওই চিঠিতে রেজিস্ট্রার মনিরুল ইসলামের অশ্লীল ভিডিও ফুটেজসহ তার বিরুদ্ধে নানা অভিযোগের কথা উল্লেখ রয়েছে।
শিক্ষক নেতারা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ (২০১৩ সালে সংশোধিত)-এর ৪৪ (৬) নম্বর ধারা অনুযায়ী নৈতিক স্খলন একটি অমার্জনীয় অপরাধ। এমন চরিত্রের রেজিস্ট্রারের কাছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, এমনকি ছাত্রীরাও নিরাপদ নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে রেজিস্ট্রার মনিরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়। বিশ্ববিদ্যালয়ে পেশাগত দ্বন্দ্বের জেরে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নিয়ে যে তদন্তের উদ্যোগ নিয়েছে আমি তাকে স্বাগত জানাই।’

/আইএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস