X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বরিশালে এখনও মাঠে নামেনি মহাজোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা

বরিশাল প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ১৩:৩১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতীক বরাদ্দের পর দু’দিন পেরিয়ে গেলেও  মাঠে নেই বরিশাল-১, ২ ও ৬ আসনে বিএনপি এবং  মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রার্থীরা। এতে ওই ৩ আসনে বিএনপি ও জাতীয় পার্টির কর্মী-সমর্থকরা হতাশ।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে লড়াই করছেন ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম জহিরউদ্দিন স্বপন।সোমবার (১০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ হলেও এখন পর্যন্ত তার নির্বাচনি  এলাকায় কোন প্রচার দেখা যায়নি।

গৌরনদী উপজেলা বিএনপিরর যুগ্ম-আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু জানান,মঙ্গলবার জহিরউদ্দিন স্বপন ঢাকা থেকে বরিশাল এসেছেন। বুধবার তিনি প্রথমবারের মতো নির্বাচনি এলাকায় যাবেন এবং প্রচারে অংশ নেবেন।

মঙ্গলবার ঢাকা থেকে নির্বাচনি এলাকা উজিরপুরের গুঠিয়ায় যান বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু। একই আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানাও নির্বাচনি এলাকায় আসেননি। ১৪ ডিসেম্বর থেকে তিনি নির্বাচনি প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন উজিরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদ আলম। প্রার্থী মাঠে না থাকলেও তার পক্ষে এলাকায় মাইকিংসহ অন্যান প্রচার চলছে বলে জানান তিনি। তবে বরিশাল-৩, ৪ ও  ৫ আসনের আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী নাসরিন জাহান রত্না কবে নাগাদ নির্বাচনি এলাকায় আসবেন তা বলতে পারছেন না তার ঘনিষ্টজনরা। তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে,  আওয়ামী লীগের সবুজ সংকেত ছাড়া প্রচারে নামবেন না তিনি। স্থানীয় আওয়ামী লীগের বর্ধিত সভা খুব শিগগিরই হবে। ওই সভায় মহাজোট প্রার্থীর পক্ষে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত হবে। এরপরই হয়তো তিনি প্রচারে নামবেন।

এদিকে মহাজোটের আরেক প্রার্থী মো.মোহসীনও নির্বাচনি এলাকায় আসেননি এবং কোনও ধরনের প্রচার শুরু করেননি।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ