X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

উজিরপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

বরিশাল প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ১৮:৫০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৩১

বরিশাল বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি শিল্পপতি সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে উজিরপুরের ডাবেরকূল বাজার সংলগ্ন চৌরাস্তা এলাকায় হামলা চালালে বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সান্টুর গাড়িসহ ৩টি মাইক্রোবাস ও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তবে আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, বিএনপির কর্মীরাই আগে হামলা চালিয়েছে।

বিএনপির প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু জানান, ‘উজিরপুরের বরাকোঠায় উঠান বৈঠকে অংশ নিতে যাওয়ার পথে ডাবেরকূল চৌরাস্তায় আওয়ামী লীগ কর্মীরা হামলা চালায়। হামলাকারীরা আমার (সান্টু) গাড়িসহ ৩টি মাইক্রোবাস ও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় বিএনপির ১৫ জনেরও বেশি নেতাকর্মী আহত হন। এর আগে সকালে আমার দুটি নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করে স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল হোসেন বলেন, ‘ডাবেরকূল চৌরাস্তা বাজারে পৃথক অবস্থান নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী-সমর্থকরা নিজ দলের পক্ষে স্লোগান দিচ্ছিলো। এ সময় বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টু সেখানে পৌঁছলে বিএনপির কর্মীরা অতর্কিত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় ছাত্রলীগ কর্মী রুবেল, তরিকুল, হাসিব, শাহাদতসহ বেশ কয়েকজন আহত হয়।’

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, ‘ডাবেরকূল বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি