X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে নিহত ১, আহত ৫

বরগুনা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৯, ১৮:০০আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৮:৩৫

বিদ্যালয়ের ভেঙে পড়া ছাদের এক অংশ (ছবি– প্রতিনিধি)

বরগুনার তালতলী উপজেলার ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে পড়ে মানসুরা (৮) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় একই শ্রেণির আরও ৫ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত মানসুরা উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামের নজির হোসেন তালুকদারের সন্তান।

আহতরা হলো– রুমা আক্তার, সাদিয়া, রোজমা, শাহিন ও ইসমাইল হোসেন। এর মধ্যে ৩ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিক্ষক-শিক্ষার্থীরা জানান, আজ (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালে হঠাৎ ভবনের গ্রেড ভিমের অংশ শিক্ষার্থীদের গায়ের ওপর পড়ে। এসময় আহত মানসুরাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

ছোটবগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকেরিন জাহান বলেন, ‘তিন কক্ষের একতলা বিদ্যালয় ভবনটি ২০০২ সালে নির্মাণ করা হয়। ভবনটি নির্মাণ করেন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে সেতু এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল মামুন। এ ভবন নির্মাণের একবছরের মধ্যেই গ্রেড ভিমে ফাটল ধরে। আজ (শনিবার) ক্লাস চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেড ভিম ভেঙে একজন শিক্ষার্থী নিহত ও  ৫ জন শিক্ষার্থী আহত হয়।’

এ ব্যাপারে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএম মিজানুর রহমান বলেন, ‘ভবনের ছাদ ধসে আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নিহত মানসুরার মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতরাও ভর্তি আছেন, তবে তারা অনেকটা আশঙ্কামুক্ত।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা