X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বরগুনায় ২৫০ শয্যা নির্মাণাধীন হাসপাতাল ভবনে ফাটল

সুমন সিকদার, বরগুনা
২২ এপ্রিল ২০১৯, ২১:১৮আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২১:১৮

বরগুনায় ২৫০ শয্যা নির্মাণাধীন হাসপাতাল ভবনে ফাটল বরগুনা সদর হাসপাতালের নির্মাণাধীন সপ্তমতলা ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবনটি নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান।
গণপূর্ত বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা সদর হাসপাতালকে ৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার জন্য গণপূর্ত বিভাগের মাধ্যমে একটি ভবন নির্মানের সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ২০১৩ সালে গণপূর্ত বিভাগ ৩১ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৫৭৭ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আ. খালেক এন্টারপ্রাইজকে ভবনটি নির্মাণের জন্য কার্যাদেশ দেয়। কার্যাদেশ অনুযায়ী ৩০ মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ৬ বছরেও কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবনটির প্রবেশদ্বারে দেয়াল ও বেশ কিছু রুমে ফাটলের চিহ্ন রয়েছে। এছাড়াও দুটি বিমে ফাটলের চিহ্ন দেখা গেছে।
বরগুনায় ২৫০ শয্যা নির্মাণাধীন হাসপাতাল ভবনে ফাটল বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু বলেন, ‘হাসপাতালটি নির্মাণে শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান গড়িমসি করে আসছে। হাসপাতালের দাবিতে বরগুনার নাগরিক সমাজ যেমন আন্দোলন করেছিল ঠিক তেমনি এই ত্রুটিপূর্ণ ভবন যদি ঠিকাদার হস্তান্তর করতে চায় তাহলেও কঠোর আন্দোলন করা হবে।’
বরগুনার নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ও বরগুনা জেলা রোগী কল্যাণ সমিতির সদস্য মনির হোসেন কামাল বলেন, ‘দীর্ঘদিন আন্দোলন করে আমরা হাসপাতাল পেয়েছি। সেই হাসপাতাল ভবন ত্রুটিপূর্ণ হলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবনের গুণগত মান ঠিক না থাকলে কোনোভাবেই এই ভবন হাসপাতালের পক্ষ থেকে গ্রহণ করা হবে না।’
তবে ভবনটি নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘অর্থাভাবে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারিনি। ভবনটির যে অংশে ফাটল দেখা গেছে সেটি মূল ভবনের অংশ নয়। এর ফলে মূল ভবনের কোনও ক্ষতির সম্ভাবনা নেই।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের বর্তমান স্বত্বাধিকারী আবদুল হাদী রুবেল বলেন, ‘আসলে ভবনে যেখানে ফাটল দেখা যাচ্ছে এগুলো মেজর কোনও বিষয় না। এখানে ফাইনাল কোড দিলে আর এই ফাটল থাকবে না। টোটাল বির্ডিং পাথর ঢালাই দিয়ে করা হয়েছে তাই বিল্ডিংটি কোনও কারণেই ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা নেই। ওপর থেকে দেখলে মনে হয় ফাটল আসলে এগুলো ফাটল না। এটায় কোনও রিস্ক নেই। ‘
মেয়াদোত্তীর্ণ হলেও কেন ভবনটি এখনও হস্তান্তর করা হলো না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এই প্রতিষ্ঠানের মালিকের ছেলে। কাজ শুরু হওয়ার পর আমার বাবা মারা যায়। এরপর আমি এর হাল ধরি। এরমধ্যে বেশ কিছু সময় নষ্ট হয় যা আমাদের ইচ্ছাকৃত না। আগামী এক মাসের মধ্যে আমরা ভবনটি হস্তান্তর করতে পারবো।’ বরগুনায় ২৫০ শয্যা নির্মাণাধীন হাসপাতাল ভবনে ফাটল
স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. মো. আবদুর রহিম বলেন, ‘ভবনে ফাটলের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। তবে কোনোভাবেই ত্রুটিপূর্ণ ভবন গ্রহণ করা হবে না।’
এ বিষয়ে বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর বলেন, ‘বড় বড় ভবন নির্মাণের ক্ষেত্রে এরকম ছোটখাটো সমস্যা হতে পারে। তবে এই ফাটলে মেজর কোনও সমস্যা না। এর ফলে ভবনের কোনও ক্ষতি হবে না। তারপর কোনও ত্রুটি যদি ভবন নির্মাণের ক্ষেত্রে হয়ে থাকে তবে সেটা আমরা যাচাই-বাছাই করে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নিবো। ’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট