X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কাভার্ডভ্যানের চাপায় আহত সার্জেন্টকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

ঝালকাঠি প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ০৬:১০আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০৬:২৪





সার্জেন্ট গোলাম কিবরিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দায়িত্ব পালনকালে কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়াকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় যমুনা গ্রুপের একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক জলিল সিকদারকে আটক করেছে পুলিশ। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। আহত গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত আছেন। তার বাড়ি পটুয়াখালী।


সার্জেন্ট গোলাম কিবরিয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান খান বলেন, ‘সার্জেন্ট গোলাম কিবরিয়া বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা দূরে জিরো পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় যমুনা গ্রুপের একটি কাভার্ডভ্যান বরিশাল যাচ্ছিল। বেপরোয়া গতির কারণে সার্জেন্ট কাভার্ডভ্যানটি থামানোর সংকেত দেন। তা অমান্য করে দ্রুত গতিতে চালাতে থাকেন চালক। কিবরিয়া মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে সামনে গিয়ে পথরোধ করলে কাভার্ডভ্যানটি তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুতগতিতে চালক পালিয়ে যায়।’
হাবিবুর রহমান খান আরও বলেন, ‘ঘটনাটি আশপাশের থানা পুলিশকে জানিয়ে দেওয়া হলে ঝালকাঠির নলছিটি থানা পুলিশ কাভার্ডভ্যানটি ও চালক জলিলকে আটক করে। আহত গোলাম কিবরিয়াকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর।’
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম জাকির হোসেন বলেন, ‘পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়ার দুই পা গুরুতর জখম হয়েছে। তার পায়ের বেশ কয়েকটি স্থান ভেঙে গেছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড