X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

ভোলার বই বাজারে অভিযান, ফের হাসান বুক হাউজের গোডাউন সিলগালা

ভোলা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৬

নিষিদ্ধ গাইড বই ভোলা শহরের হাসান বুক হাউজ নামে একটি বই দোকানের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাইড বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোডাউনটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা ও রেজয়ানা চৌধুরী শহরের বাংলাস্কুল মোড় ও সদর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানের খবরে ভোলা শহরের অন্য লাইব্রেরিগুলোতে তালা লাগিয়ে পালিয়ে যান মালিক ও কর্মীরা।

ভোলা জেলা কালেক্টরেটের জুডিশিয়াল পেশকার গৌতম সিংহ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোলা শহরের বাংলা স্কুল মোড় এলাকার হাসান বুক হাউসের মালিক মো. কামাল হোসেন শহরের আমানত পাড়ায় একটি ঘর ভাড়া নিয়ে গোডাউন তৈরি ও জেলাব্যাপী নিষিদ্ধ গাইড বইয়ের ব্যবসা পরিচালনা করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম রবিবার সন্ধ্যায় বই বাজারে অভিযান চালায়।

লাইব্রেরি ও স্টেশনারি এসময় হাসান বুক হাউজের গোডাউনে থাকা প্রায় ৬ থেকে ৭ হাজার নিষিদ্ধ গাইড বই জব্দ করা হয়। পরে গোডাউনটি সিলগালা করা হয়। তিনি আরও জানান, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে গোডাউনের মালিক কামাল হোসেন ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, গত বছর ভোলা শহরের মাসুমা খানম বিদ্যালয়ের একটি রুম ভাড়া নিয়ে হাসান বুক হাউসের মালিক মো. কামাল হোসেন নিষিদ্ধ নোট-গাইডের গোডাউন তৈরি করেন। সেখানে অভিযান চালিয়ে গোডাউনটি সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে সেখান থেকে গোডাউন সরিয়ে আমানত পাড়ায় নতুন গোডাউন করা হয়। সেখান থেকে পাঞ্জেরি, অ্যাডভান্স, লেকচার, অনুপম, ইন্টারনেটসহ বিভিন্ন কোম্পানির নিষিদ্ধ গাইড বই জেলা বিভিন্ন পাইকারী ও খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করতেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৪)
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?