X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বেতাগী পৌরসভার মেয়র নৌকার গোলাম কবির

বরগুনা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ২১:০৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:০৩

এবিএম গোলাম কবির

প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে বরগুনার বেতাগীতে মেয়র পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবিএম গোলাম কবির।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৬ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকের হুমায়ুন কবির মল্লিক পেয়েছেন ৫১৯ ভোট। এ নিয়ে এবিএম গোলাম কবির দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রথমবারের মতো বেতাগী পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। এই পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ২৬ জন এবং মহিলা কাউন্সিলর পদে আরও ৯ জনসহ মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন থেকে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। প্রতি কেন্দ্রে একজন করে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা রক্ষায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় নির্বাচনি এলাকায়। এছাড়াও প্রতি কেন্দ্রে ৭ থেকে ১০ জন পুলিশসহ মোট ১৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ছিল পুলিশ ও র‌্যাবের মোবাইল টিম।

রিটার্নিং ও বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে বেতাগী পৌরসভার নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছি। কোনও অভিযোগ ছাড়াই আমরা বেতাগীবাসীকে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছি।

উল্লেখ্য, ১৯৯৯ সালে গঠিত প্রথম শ্রেণির বেতাগী পৌরসভার মোট ভোটারের সংখ্যা ৯ হাজার ২৭৭ জন। এরমধ্যে পুরুষ ৪ হাজার ৫৪২ এবং মহিলা ভোটার ৪ হাজার ৭৩৫ জন।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
টিআইবির বিশ্লেষণদ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?