X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

লকডাউন উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে পর্যটকদের ভিড়

পটুয়াখালী প্রতিনিধি
১৫ মে ২০২১, ২০:৩১আপডেট : ১৫ মে ২০২১, ২০:৩১

লকডাউন ভেঙে হঠাৎ করে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার বিকাল থেকে এসব পর্যটকের আগমন ঘটে। সৈকতে আগত এসব পর্যটক সমুদ্রে সাঁতার কাটাসহ প্রিয়জনের সঙ্গে সেফলি তুলে ঈদের আনন্দ উপভোগ করছেন। তবে পর্যটকদের সামাজিক দূরত্ব মানতে কিংবা মাস্ক ব্যবহার করতে লক্ষ্য করা যায়নি। আবাসিক হোটেলগুলো বন্ধ থাকায় কিছু পর্যটক বিপাকেও পড়েছেন।

আগত পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগত এসব পর্যটকদের মধ্যে দূরদেশি কেউ নেই। এরা পটুয়াখালী এবং এর আশেপাশের জেলার মানুষ। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ঈদের ছুটি কাটাতে বাড়িতে এসেছেন তারা। তাদের  মাধ্যমে করোনা ছড়াতে পারে আত্মীয়-স্বজনদের মনে এমন আতঙ্ক থাকায় আত্মীয়দের অনেকে তাদের বেড়াতে আসতে নিরুৎসাহিত করছেন। নিজেরাও দেখা করতে  যাচ্ছেন না। ফলে অনেকে তাদের সময় কাটাতে আসছেন সাগরপাড়ে।

লকডাউন উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে মানুষের ভিড়

পর্যটক মৌসুমী বেগম বলেন, আমার ছেলে ও স্বামীকে নিয়ে ঘুরতে এসেছি কুয়াকাটায়। আমাদের বাড়ি বরগুনা জেলার আমতলীতে। আমরা স্বামী-স্ত্রী ঢাকাতে একটি গার্মেন্টসে কাজ করি। আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার জন্য ঈদের দুইদিন আগে বুধবার ১২ মে বাড়িতে এসেছি। কিন্তু, করোনার মধ্যে ঢাকা থেকে আসায় আত্মীয়-স্বজনদের বাড়িতে গেলে তারা আনইজি (অস্বস্তি) বোধ করে।  এ কারণে কুয়াকাটা ঘুরতে এসেছি, আগামীকালকে ঢাকা চলে যাবো। 

পর্যটক মো. সবুজ মিয়া বলেন, আমার বাড়ি জেলার কলাপাড়া। ঢাকা থেকে অনেক কষ্ট করে বাড়িতে এসেছি ঈদ করতে। এবছর ঈদে তেমন আনন্দ হয়নি। কারণ জানতে চাইলে তিনি বলেন,  করোনার মধ্যে ঢাকা থেকে আসছি। তাই আত্মীয়-স্বজনরা আমাকে আলাদা থাকতে বলছে। এতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে এলাম কুয়াকাটা। প্রচণ্ড দক্ষিণা বাতাস আর সৈকতের ঢেউয়ের শব্দ ভালো লাগছে। এখানে অনেক মানুষ এসেছে তাদের সাথে ঈদের আনন্দ উপভোগ করলাম। আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারিনি, সেই কষ্টটা দূর হয়ে গেছে। 

লকডাউন চললেও কুয়াকাটা সমুদ্র সৈকতে ঈদের ছুটিতে আসা মানুষরা ভিড় জমাচ্ছে।

এদিকে পটুয়াখালী হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার থেকে হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ রোগীর সংখ্যা। এদের মধ্যে অধিকাংশই ঢাকা থেকে ঈদের ছুটি কাটাতে পটুয়াখালীতে এসেছেন। 

শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন নুরুল আমিন মিথুন। তার খালা আমেনা বেগম বলেন, ‘ঈদ উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়ার মামা বাডড়িতে বেড়াতে আসেন মিথুন। একদিন পরই শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েলে পটুয়াখালী হাসপাতালে নিয়ে যাই। কিন্তু, তার শ্বাসকষ্ট আরও বেড়ে গেছে। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিয়ে যেতে বলেছে।’ 

মুঠোফোনে জানতে চাইলে পটুয়াখালী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ  আবদুল মতিন এ বিষয় কোনও কথা বলতে রাজি হননি। 

লকডাউন উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে ঈদের ছুটিতে আসা মানুষের ভিড়

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জানায়, ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে মাইকিং করে আগত পর্যটকদের বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে। আজ সকাল থেকেই কুয়াকাটার চৌরাস্তাসহ বিভিন্ন পয়েন্টে ব্যাড়িকেড দিয়ে রাখা হয়েছে।

সরকারের নিষেধাজ্ঞার মধ্যেও সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়ের বিষয়ে জানতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত