X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ওষুধ কেনার টাকা নেই, ট্রলি ভাড়া দেবো কীভাবে?

সালেহ টিটু, বরিশাল
১৫ জুন ২০২১, ২২:৪১আপডেট : ১৫ জুন ২০২১, ২৩:৩৬

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী বহনকারী ট্রলি টাকা ছাড়া চলে না। এক্ষেত্রে বেশি দুর্ভোগ পোহাতে হয় দরিদ্র রোগীদের। ট্রলিচালকরা স্বজনদের পোশাক দেখে দরদাম করে ট্রলিতে রোগী তোলেন। যারা টাকা দিতে পারবেন না বুঝতে পারেন, তাদের ট্রলিতে তোলেন না। অথচ সরকারি নিয়ম অনুযায়ী জনসেবায় বিনামূল্যে ট্রলি সুবিধা দেওয়ার কথা ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, রোগী বহনের জন্য হাসপাতালে ট্রলি রয়েছে আটটি। ২৪ ঘণ্টায় ট্রলিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সাত জন সরকারি কর্মচারী। তিন শিফটে তারা দায়িত্ব পালন করেন। পাশাপাশি ২৬ জন ট্রলিচালক রয়েছেন অস্থায়ী (মাস্টাররোল)। অস্থায়ী ২৬ জনের হাতেই বেশি নাজেহাল হতে হয় রোগীর স্বজনদের। টাকা ছাড়া কাউকে ট্রলি দেন না তারা।

স্বজনদের অভিযোগ, অস্থায়ী এবং স্থায়ী ট্রলিচালকরা প্রকাশ্যে ট্রলির ভাড়া আদায় করেন। রোগী ও তাদের স্বজনরা জিম্মি হয়ে পড়েছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

সরেজমিন দেখা যায়, অসুস্থ মেয়েকে কোলে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের হচ্ছেন বৃদ্ধ বাবা মো. শামসুদ্দিন। দুর্ঘটনায় মেয়ের পা ভেঙে যাওয়ায় বানারীপাড়া থেকে শের-ই-বাংলা মেডিক্যালে এসেছেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন স্ত্রীও। হাসপাতাল থেকে বের হওয়ার সময় জরুরি বিভাগের পাশে পড়েছিল ছয়টি খালি ট্রলি। ট্রলিচালকরা বসে গল্প করছেন।

অসুস্থ মেয়েকে ট্রলিতে না তোলার কারণ জানতে শামসুদ্দিন বলেন, আমার কাছে টাকা নেই। মেয়ের চিকিৎসার ওষুধ কিনতে পারছি না, কীভাবে ট্রলি ভাড়া দেবো। এজন্য কোলে করেই নিয়ে যাচ্ছি।

একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, ভালো পোশাক দেখলে দরদাম করেন না ট্রলিচালকরা। কারণ, তাদের কাছে বেশি টাকা পাওয়ার প্রত্যাশা করেন। পোশাক যেনতেন হলেই দরদাম করেন। এক্ষেত্রে সর্বনিম্ন ১০০ টাকা ছাড়া ট্রলি দেন না। তারপর রোগী কোন ফ্লোরে যাবে, তার জন্য বাড়তি ভাড়া দিতে হয়। যদিও লিফটে করেই ট্রলি যায়। এরপরও ছাড় দেন না তারা।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী বহনকারী ট্রলি টাকা ছাড়া চলে না

রোগীদের কাছ থেকে কেন টাকা নেওয়া হয় জানতে চাইলে ট্রলিচালকরা জানান, আমরা অস্থায়ী কর্মচারী। চাকরি নিতে ওয়ার্ড মাস্টারকে একসঙ্গে পাঁচ হাজার টাকা দিতে হয়েছে। এরপর প্রতিদিন ট্রলি ভাড়ার টাকা থেকে তাকে ২০০ করে দিতে হয়। না দিলে চাকরি হারাতে হবে। দিনে এক-দুই হাজার টাকা আয় হয়। মাঝে মধ্যে কমবেশিও হয়। এজন্য তাকে ২০০ টাকা দিতে কষ্ট হয় না।

খোঁজ নিয়ে জানা গেলো, ট্রলি ভাড়া ও অস্থায়ী নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত হাসপাতালের পাঁচ ওয়ার্ড মাস্টার। তারাই অস্থায়ী ভিত্তিতে ট্রলিচালক নিয়োগ দেন। নিয়োগের সময় তাদের পাঁচ হাজার টাকা ও দৈনিক ২০০ টাকা দেওয়ার চুক্তি হয়। কেউ চুক্তি ভাঙলে চাকরি হারাতে হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ বলেন, অস্থায়ী ট্রলি চালকদের আমি নিয়োগ দিইনি। টাকা-পয়সাও নিইনি। ট্রলি ভাড়ার টাকা আমি পাই না। করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করি। অস্থায়ী ট্রলি চালকরা যাদের কাছ থেকে নিয়োগপত্র নিয়েছেন, তারাই বিষয়টি ভালো বলতে পারবেন। হাসপাতালে তো ওয়ার্ড মাস্টারের সংখ্যা কম নয়। কারা এ ঘটনায় জড়িত আমি জানি না।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান বলেন, ট্রলি নিয়ে যারা এ ধরনের চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা এর সঙ্গে জড়িত তাদের তালিকা আমাকে দেন, আমি দ্রুত ব্যবস্থা নেবো।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ঈদে শের-‍ই-বাংলা মেডিক্যালের চিকিৎসকদের ছুটি বাতিল
২৬ বছর পর বরিশালে স্বাচিপের কমিটি
ট্রাকের ধাক্কায় মেডিক্যালের শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ
সর্বশেষ খবর
রাজধানীর ১০ থানায় কিশোর অপরাধ বেশি: ডিএমপি কমিশনার
রাজধানীর ১০ থানায় কিশোর অপরাধ বেশি: ডিএমপি কমিশনার
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম