X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
বরিশাল জেনারেল হাসপাতাল

১০৯ বছর পর ২৫০ শয্যায় উন্নীত

বরিশাল প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৪

দীর্ঘদিনের নিবেদন আবেদনের পর অবশেষে বরিশাল জেনারেল হাসপাতালকে আড়াইশ’ শয্যায় রূপ দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে ২৫ কোটি টাকা ব্যয়ে বহুতল ভবনের কাজ শুরু হবে শিগগিরই। এ জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ।

সোমবার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ‘বরিশাল বাসীর দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে একশ’ শয্যার জেনারেল হাসপাতালকে আড়াইশ’ শয্যায় রূপান্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি চালাচালি চলছিল। কিন্তু কোনোভাবেই অনুমোদন মিলছিল না। এ জন্য মাঝেমধ্যে স্বশরীরে গিয়েও এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকও করতে হয়েছে। জেনারেল হাসপাতালে রোগীর চাপের বিষযটি তারা বুঝতে পেরে এ অনুমোদন দেন। এতে বরিশালবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হলো। এখানে এখন প্রয়োজন হবে অবকাঠামো এবং জনবল। মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে ধাপে ধাপে জনবল নিয়োগ করার বিষয়টি। তবে বহুতল ভবন নির্মাণের পরই আড়াইশ’ বেডের কার্যক্রম শুরু হবে।’

সিভিল সার্জন আরও বলেন, ‘মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দ্রুত একটি বহুতল ভবন নির্মিত হবে হাসপাতাল ক্যাম্পাসে। ১২তলা ভবনের ভিত নির্মাণ করে দোতলা পর্যন্ত ভবনের কাজ সম্পন্ন করা হবে। এ ক্যাম্পাসের ভেতরে থাকা ছয়টি পুরনো ভবন ভেঙে সেখানেই নির্মিত হবে এ বহুতল ভবন।’

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুডা বলেন, ‘হাসপাতালের জন্য ১২তলা বিশিষ্ট ভবনের অনুমোদন হয়েছে। তবে প্রথমে দোতলা ভবন নির্মিত হবে। এ কাজে ২৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। পরে পর্যায়ক্রমে ১২তলা ভবনের কাজসহ অন্যান্য কাজ সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর দরপত্র খোলার তারিখ নির্ধারণ করা হয়েছে।’

প্রসঙ্গত, ১৯১২ সালে ২০ শয্যা নিয়ে বরিশাল জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়। এরপর নব্বইয়ের দশকে ৮০ শয্যা এবং পরে ডায়রিয়ার ২০ শয্যা নিয়ে ১শ’ শয্যায় রূপান্তরিত হয় বরিশাল জেনারেল হাসপাতাল।’

 

/এমএএ/
সম্পর্কিত
১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন দিয়ে চলছে ৯ জেলার হাসপাতালযাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
গরমে বেড়েছে স্বাস্থ্যঝুঁকি, রংপুর হাসপাতালে পাঁচ দিনে ২২ জনের মৃত্যু
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বশেষ খবর
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
এই গরমে তরমুজ খাবেন যে ৭ কারণে
এই গরমে তরমুজ খাবেন যে ৭ কারণে
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদে নিলেন নাদাল
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদে নিলেন নাদাল
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু